বর্ধমানে সেতু ভেঙে পাথর বোঝাই ডাম্পার নদীতে


বুধবার,১৭/১২/২০১৪
1164

 

 

 

বর্ধমান ও কাটোয়ার মাঝে খড়ি নদীর উপর ভেঙে পড়ল সেতু।নদীতে ডাম্পার পড়ে জখম চালক ও খালাসি।এর ফলে বর্ধমান ও কাটোয়ার মধ্যে সড়কপথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।  দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবেই এই বিপত্তি বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।

সোমবার সকালে একটি পাথর বোঝাই ডাম্পার যাওয়ার সময় বর্ধমান ও কাটোয়ার মাঝে নরজা মোড়ের কাছে খড়ি নদির উপর সেতুটি ভেঙে পড়ে। জলে পড়ে যাওয়ায় জখম হন ডাম্পারটির চালক ও খালাসি। এর পিছনেই একটি যাত্রীবোঝাই বাস থাকায় বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত বলে আশঙ্কা বাসিন্দাদের। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দার্ঘদিন সংস্কারের অভাবেই এই বিপত্তি।

যদিও, বর্ধমান উত্তরের মহকুমা শাসক জানিয়েছেন, আগেই পুরনো সেতুটির পাশে নতুন সেতু তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। সেতুটি ভেঙে পড়ার পরই পাশেই অস্থায়ী ভাবে যাতায়াতের ব্যবস্থা করার কাজ শুরু করেছে স্থানীয় প্রশাসন।

 

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট