শুধুই কি ক্লান্তি, না ধোনির অবসরের নেপথ্যে অন্য রহস্য!

কলকাতা: ২০১২-তে পার্থ টেস্টে হারের পরই দিয়ে রেখেছিলেন ইঙ্গিতটা৷ বলেছিলেন, ২০১৩ নাগাদই অবসর নিতে পারেন ক্রিকেটের যেকোনও একটি ফর্ম্যাট থেকে৷ সিদ্ধান্তটা নিলেন শেষ পর্যন্ত, আরও একটা বছর পর৷ তবে, ঘোষণাটা আচমকাই, বিখ্যাত হেলিকপ্টার শটের ধাঁচে৷ মেলবোর্নে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ ড্র৷ অজিদের কাছে সিরিজ হার৷ অথচ, সাংবাদিক সম্মেলনে অবসর নিয়ে একটি বাক্যও খরচ নয়৷ আনুষ্ঠানিকভাবে অবসরের কথা জানালেন বিসিসিআইকে৷ ২০১৫ বিশ্বকাপকেই পাখির চোখ করতে চাইছেন মাহি৷

মহেন্দ্র সিংহ ধোনি৷ এক একটা সিদ্ধান্ত৷ কখনও নিখুঁত স্ট্র্যাটেজি৷ কখনও ফাটকা৷ ক্যাপ্টেন কুলের সেই সিদ্ধান্তই কখনও গড়ে দিয়েছে এক-একটা ম্যাচের ভাগ্য৷ মনে ব্লু-প্রিন্টটা তৈরি হয়ে যেত অনেক আগেই৷ অবসর নিয়েও সেই এক স্ট্র্যাটেজি৷ তাই, ধোনির অবসরের সিদ্ধান্ত নিয়ে খুব একটা বিস্মিত নয় ক্রিকেট মহলের একাংশ৷

কিন্তু, কেন টেস্ট অবসর? বিশেষজ্ঞরা বলছেন, ধোনির অধিনায়কত্বে শেষ ৬টি টেস্ট সিরিজ হেরেছে ভারত৷ টেস্টে তাঁর ব্যাটিং পারফরম্যান্স ছিল প্রশ্নের মুখে৷ তিনটি ফরম্যাট ক্রিকেটের প্রবল চাপ সামলানো তাঁর কাছে ক্রমশ অসম্ভব হয়ে উঠছিল৷ পরিসংখ্যান বলছে, টেস্ট অধিনায়ক ধোনির সার্বিক পারফরম্যান্স মন্দ ছিলনা৷ কিন্তু বিদেশের মাটিতে সুপারফ্লপ ক্যাপ্টেন কুল৷ ৬০ ম্যাচে দেশকে নেতৃত্ব দিয়ে ২৭টি ম্যাচ জিতেছেন ধোনি৷ হেরেছেন ১৮টি ও ড্র করেছেন ১৫টি ম্যাচে৷ দেশের মাটিতে ৩০ টেস্টে জয়-হার-ড্র’এর সংখ্যা যথাক্রমে ২১-৩-৬৷ অথচ, বিদেশের মাটিতে পরিসংখ্যান একেবারে ভিন্ন৷ সেখানেও ৩০টি ম্যাচে দেশকে নেতৃত্ব দিয়ে মাহির জয়-হার-ড্র’এর সংখ্যা যথাক্রমে ৬-১৫-৯৷

এই কারণগুলোই কি স্নায়ুর চাপ হয়ে বসেছিল? উঠছে প্রশ্নটা৷ টি-২০ বা ওয়ান ডে-তে বিশ্বজয়৷ সীমিত ওভারের ক্রিকেটে অধিনায়কত্বের জৌলুসের পাশেই তাঁর নামের পাশে জ্বলজ্বল করছে আর একটা রেকর্ড৷ ভারতীয় অধিনায়ক হিসেবে বিদেশের মাটিতে সবচেয়ে বেশি টেস্ট হারের রেকর্ড৷ বিদেশের মাটিতে ক্রমাগত টেস্ট হারেই শুরু হয়ে গিয়েছিল বিকল্প অধিনায়কের খোঁজ৷ খোঁজ মিললও৷ বিরাট কোহলি৷ কোহলিকে ভবিষ্যতের অধিনায়ক দেখতে শুরু করেছিলেন অনেকেই৷ উপরন্তু, অধিনায়কত্বের সঙ্গে টেস্টে ব্যাটিং পারফরম্যান্সের গ্রাফ ক্রমশ নিম্নমুখী হচ্ছিল মাহির৷ অনেকের মতে, মাঠের শ্রীনিবাসনের উপর চাপ বাড়তেই মাঠে তাঁর স্নেহধন্য ধোনি হারাচ্ছেন পায়ের তলার মাটি৷

ক্যাপ্টেন কুলের সাম্রাজ্যে কোহলি আগ্রাসনের আঁচ৷ অশনি সঙ্কেতটা আগেই পেয়েছিলেন৷ তবু, নিজেকে সময় দিয়েছিলেন আর একটা বছর৷ টেস্ট ক্রিকেটে নিজেকে প্রমাণের তাগিদেই হয়তো৷ কিন্তু, বদলালো না ভাগ্যরেখা৷ তাই, টেস্ট সিরিজের মাঝপথেই বেছে নিলেন মাহেন্দ্রক্ষণ৷ অধিনায়কের পাশাপাশি ক্রিকেটার মহেন্দ্র সিংহ ধোনির মাস্টারস্ট্রোক৷

admin

Share
Published by
admin
  • https://www.banglaexpress.in/ Ocean code:

Recent Posts

রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ: মন্তব্য করলেন চন্দ্রিমা ভট্টাচার্য

রাজভবনের এক কর্মীর অভিযোগ হেয়ার স্ট্রিট থানায় রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ। রাজভবনে অস্থায়ী কর্মী হিসেবে…

17 hours ago

মনোনয়নপত্র জমা দেওয়ার আগে নিজে রক্তদান করলেন ঘাটালের তৃণমূল প্রার্থী দেব

সামাজিক বার্তা, পরিবেশ বার্তা। নিজের মনোনয়নপত্র জমা দেওয়ার আগে নিজে রক্তদান করলেন ঘাটালের তৃণমূল প্রার্থী…

17 hours ago

কুণাল ঘোষকে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক পদ থেকে সরিয়ে দিল রাজনীতির অবসান বা শুরু?

রাজনীতির সময়ে অনেক সময় আসে যখন সাধারণভাবে একজন রাজনৈতিক কর্মীর কাছে এক পদ দিয়ে দেওয়া…

3 days ago

রজনীকান্ত এবার সবচেয়ে বেশি পারিশ্রমিক নিয়ে সব রেকর্ড ভেঙে দিলেন

তিনি ভারতীয় তামিল চলচ্চিত্রের মহাতারকা রজনীকান্ত। শুধু তামিল ভাষাতেই হিন্দি, তেলেগু, কন্নড় ও ইংরেজি ভাষার…

3 days ago

নির্মাতা অনিরুদ্ধ’র আরেকটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন জয়া

কলকাতার নির্মাতা অনিরুদ্ধ রায়চৌধুরী পরিচালিত ‘কড়ক সিং’ নামের হিন্দি ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয়েছে বাংলাদেশী…

3 days ago

বলিউড ডিভা শিল্পা শেঠির সম্পত্তির সম্পত্তি বাজেয়াপ্তি: সন্তানসহ মুম্বাই ছেড়ে প্রত্যাবর্তন

বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রা তার আর্থিক মুদ্রার এক ধারালো নিয়ে সম্পত্তি বাজেয়াপ্তি…

3 days ago
https://www.banglaexpress.in/ Ocean code: