২০১৫ বিশ্বকাপের ভারতীয় দল ঘোষণা ৬ জানুয়ারি


বৃহস্পতিবার,০১/০১/২০১৫
776

নয়াদিল্লি: ২০১৫ বিশ্বকাপের জন্য দল ঘোষণা হবে ৬ জানুয়ারি৷ অস্ট্রেলিয়ায় ত্রিদেশীয় সিরিজের দল নির্বাচনও ওইদিন৷ মুম্বইয়ে নির্বাচন কমিটির বৈঠকে দল নির্বাচন হবে৷ খবর বিসিসিআই সূত্রে৷ ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের ফয়সালা হয়ে গিয়েছে৷ মহেন্দ্র সিংহ ধোনির টেস্ট-অবসরের আকস্মিকতার ঘোর এখনও কাটিয়ে উঠতে পারেনি ক্রিকেট বিশ্ব৷ আর নতুন বছর শুরু হতে না হতেই শুরু হয়ে গিয়েছে বিশ্বকাপের কাউন্টডাউন৷ বিসিসিআইয়ের সচিব সঞ্জয় পটেল এদিন জানিয়েছেন,  ৬ জানুয়ারি দুপুর ১ টায় মুম্বইয়ে নির্বাচন কমিটির বৈঠক৷ ওই বৈঠকেই ২০১৫ বিশ্বকাপের জন্য দল নির্বাচন হবে।

কিছুদিন পরেই ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের ত্রিদেশীয় সিরিজ৷ আর ঘাড়েই নিঃশ্বাস ফেলছে বিশ্বকাপ৷ টুর্নামেন্ট শুরু ১৪ ফেব্রুয়ারি৷ চলবে ২৯ মার্চ পর্যন্ত৷ ২০১৫ বিশ্বকাপ অনুষ্ঠিত হতে চলেছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে৷

 

টেস্ট-অবসর নেওয়ার পর বিশ্বকাপের আগে ধোনি কিছুদিনের জন্য দেশে ফিরবেন কিনা, তা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা৷ তবে তেমন কোনও সম্ভাবনার কথা উড়িয়ে দিয়েছেন বোর্ড সচিব৷ তিনি জানিয়েছেন, দলের সঙ্গেই থাকবেন ধোনি৷ ২০১৫ বিশ্বকাপের জন্য ইতিমধ্যেই সম্ভাব্য ৩০ জনের দল নির্বাচন হয়েছে৷ এবার চূড়ান্ত দলে কার কার ভাগ্যের শিকে ছেঁড়ে তা জানতে অপেক্ষা আরও কিছুদিনের৷

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট