সাংহাই: বর্ষবরণের রাতে মর্মান্তিক দুর্ঘটনা। চিনের সাংহাইয়ে পদপিষ্ট হয়ে মৃত্যু ৩৫ জনের। জখম হয়েছেন আরও ৪২ জন। গতকাল রাতে সাংহাইয়ের বুন্দ এলাকার চেনি স্ক্যোয়ারে বর্ষবরণের অনুষ্ঠানে সামিল হয়েছিলেন হাজার হাজার মানুষ। এক প্রত্যক্ষদর্শীকে উদ্ধৃত করে সংবাদসংস্থা জানিয়েছে, গতকাল রাত সাড়ে ১১টা নাগাদ (স্থানীয় সময়) ওই দুর্ঘটনা ঘটে। সেই সময় পাশের একটি বহুতলের তিনতলা থেকে মার্কিন ডলার সদৃশ কয়েকটি নোট ফেলা হয়। সেগুলিকে ধরার জন্য মানুষ ছোটাছুটি শুরু করলে, অনেকে হুমড়ি খেয়ে পড়ে যান। বাকিরা তাঁদের ওপর দিয়ে চলে গেলে এই দুর্ঘটনা ঘটে। পুরো বিষয়টি তদন্ত করছে সাংহাই পুলিশ। উল্লেখ্য, নদীর পাড়-বিশিষ্ট এই জায়গাটি সাংহাইবাসীদের কাছে অত্যন্ত জনপ্রিয়। প্রতি বছর এই জায়গাতেই বর্ষবরণের অনুষ্ঠানে হাজির হন বহু মানুষ।
বর্ষবরণের রাতে চিনে পদপিষ্ট হয়ে মৃত ৩৫
শুক্রবার,০২/০১/২০১৫
642

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code: