শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ  
...
Weather Data Source: Wetter Labs
শিরোনাম:

    পথ হারিয়েছে ‘অপুর পথ’, ঘাটশিলা আজ ব্রাত্য


    শুক্রবার,০২/০১/২০১৫
    2199

    ১৩ সেপ্টেম্বর, ২০১৪, ১৯:৩৬:৩৮
    bhromon1

    মনোরম ঘাটশিলা।

    বিদ্যুৎ চলে গিয়েছে সন্ধ্যা নামতে না নামতেই। কখন আসবে বা রাতে আদৌ আসবে কি না, তার গ্যারান্টি নেই। ঘুটঘুটে অন্ধকারে, এবড়ো-খেবড়ো ‘অপুর পথ’, মানে সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ‘গৌরীকুঞ্জে’ যাওয়ার গলিরাস্তায় দাঁড়িয়েছিলাম সেই হোটেলটার সামনে। বাইশ বছর আগে মা-বাবা আর বোনের সঙ্গে যেখানে উঠেছিলাম। আলো না থাকলেও বুঝতে অসুবিধে হল না, কলেবরে এখন বড় হয়েছে সেই হোটেল। ভুল বললাম। সেই হোটেলটাই নেই। ‘হোটেল আনন্দিতা’ উঠে গিয়েছে এক যুগ আগে। ওই বাড়িটা আরও বাড়িয়ে তিন তলা করে তৈরি হয়েছে অন্য এক হোটেল।

    পুরনো কর্মচারীদের মধ্যে একমাত্র কমলদা, রাঁধুনে কমল দাসকে নতুন মালিক নতুন হোটেল তৈরি করার পরেও ছাড়েননি। সত্তরোর্ধ্ব কমলদা দেখলাম হোটেলের বাইরেই দাঁড়িয়ে। এর আগে শেষ এসেছিলাম পনেরো বছর আগে। চিনতে না পারারই কথা। কিন্তু আমি আনন্দিতা হোটেলের বহুকালের পুরনো বোর্ডার শুনে কমলদা সহজে আপন হলেন। ওঁর কাছ থেকেই জানলাম, একদা ঘাটশিলার সেরা হোটেল কী ভাবে শেষ হয়ে গেল। ঋ

    ণে জর্জরিত মালিক হোটেল বিক্রি করে দিতে বাধ্য হয়েছেন সাত বছর আগে। অকালমৃত্যু হয়েছে মালিকের একমাত্র ছেলের। ছিমছাম দোতলা ভবনে আন্তরিক পরিষেবা ও কমলদার রাঁধা ঘরোয়া স্বাদের খাবার-দাবারের দৌলতে জমজম করত আনন্দিতা হোটেল। আর হাতবদল ও নামবদল হয়ে কলেবরে বাড়লেও ওই বাড়িটায় আনন্দিতার আনন্দ নেই।

    আনন্দিতা হোটেল, বলা ভাল, অস্তিত্বহীন আনন্দিতা হোটেল যেন পর্যটনকেন্দ্র হিসেবে গোটা ঘাটশিলারই চরম অবক্ষয়ের নির্মম প্রতীক। যেখানে কেবল একটা উড়ালপুল দাঁড় করানো হয়েছে, কিন্তু পর্যটনের পরিকাঠামো পুরোপুরি ভেঙে পড়েছে কবেই। যেখানে যাতায়াতের ট্রেনের সংখ্যা বেড়েছে, কিন্তু পর্যটকের সংখ্যা কমে গিয়েছে অনেকটাই।

    সংস্কারের অভাবে সুবর্ণরেখা এখন নালা।ফুলডুংরি।

    কমবে না-ই বা কেন?

    একটি পর্যটনকেন্দ্র হওয়ার নিরিখে ঘাটশিলা এখন নিঃস্ব, রিক্ত। যত দিন গড়ায়, কোনও পর্যটনকেন্দ্রের পরিকাঠামো উন্নত হয়। আর সেখানে দিনকে দিন ঘাটশিলার পরিকাঠামোই ভেঙে পড়েছে। রাস্তাঘাট এতই ভাঙাচোরা যে গাড়ি চললে ধুলো থেকে হাঁচি-সর্দি-কাশি ঠেকানো মুশকিল। ঘাটশিলায় পর্যটনের প্রসারে উদ্যোগী ও ‘গৌরীকুঞ্জ উন্নয়ন সমিতি’-র সভাপতি তাপস চট্টোপাধ্যায় বলছেন, “ঘাটশিলার রাস্তা এখানকার পর্যটনের প্রসারে বড় বাধা।” জুন মাসে তাপসবাবুদের উদ্যোগে গৌরীকুঞ্জে বসেছে সৌরশক্তির আলো, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আবক্ষ মূর্তি। তার আগেই আমূল সংস্কার হয়েছে ওই বাড়ির, বিভূতিভূষণ যেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। কিন্তু পর্যটকেরাই যদি ঘাটশিলামুখী না হন, তা হলে কে দেখবে আলো ঝলমলে গৌরীকুঞ্জকে?

    অথচ ঘাটশিলার মতো ‘পশ্চিমে’ এক সময়ে বাঙালি ফি বছর যেত স্বাস্থ্য ফেরাতে। যেমনটা যেত জোসিডি-মধুপুরে-দেওঘরে। সপ্তাহখানেক ঘাটশিলায় থেকে সেখানকার জল খেয়ে পেটরোগা বাঙালি বছরের বাকি সময়ের জন্য হজমশক্তি সঞ্চয় করে আসত। ঘাটশিলার জল এখনও খারাপ নয়, কিন্তু রাস্তার ধুলোর জন্য বাতাস ময়লা হয়ে গিয়েছে। আর সেই ভঙ্গুর পথে চলার মূল যান বলতে গেলে অটোরিকশা। গোটা অটোরিকশাই ভাড়া নিতে হবে। ফলে, অবধারিত টান পড়বে পকেটে। অথচ একদা ঘাটশিলায় ট্রেকারের কোনও অভাব ছিল না। অল্প খরচেই যাওয়া যেত কাছাকাছি জায়গাগুলোয়।

    ঘাটশিলায় যাওয়ার প্রবল ইচ্ছে জন্মেছিল ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের ‘পাণ্ডব গোয়েন্দা’-র অভিযান পড়ে। বয়স তখন দশও নয়। ওই বয়সের ছেলের বোঝার মতো করে ঘাটশিলার যে অপূর্ব ছবি লেখক এঁকেছিলেন, তা মনে গেঁথে গিয়েছিল। সুবর্ণরেখা নদী, ফুলডুংরি টিলা, কপার মাইনস, বুরুডি জলাধার, ধারাগিরির নিসর্গ বর্ণনা তো ছিলই, সঙ্গে ছিল জিভে জল আনা রসমালাই-ল্যাংচা-লেডিকেনির কথা।

    শেষমেশ ঘাটশিলা ভ্রমণের সেই স্বপ্ন পূরণ হল সতেরোয়। ঘাটশিলার তখন রমরমা। গ্রীষ্মকালে মরসুম না হওয়া সত্ত্বেও পর্যটকদের ভিড় হোটেলে হোটেলে। ঘাটশিলা মেইন রোডের যে দিকে রেল লাইন সমান্তরাল ভাবে গিয়েছে, তার অন্য দিকে সার দিয়ে ছিল হোটেলগুলো। জাপানি লজ, সাফারি, শালিমার, আনন্দিতা। রেল লাইনের অন্য দিকে, কলেজ রোডে ওয়েসিস। একটি আর একটির ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। শুধু আনন্দিতা ছিল অন্য সবগুলোর চেয়ে একটু এগিয়ে। কলকাতার চর্মরোগ বিশেষজ্ঞ চিকিৎসক চৈতন্য ঘোষ সপরিবারে একটা সময়ে ফি বছর ঘাটশিলায় গিয়ে উঠতেন আনন্দিতায়। হোটেল থেকে বেরিয়ে বড় রাস্তায় উঠতে না উঠতেই হাঁকডাক করত সাইকেল রিকশা, ট্রেকার, অটোরিকশা। অপরিচিত বাঙালি পর্যটককে দেখে ঘাটশিলার অবাঙালি মানুষ এমন ভাবে হাসতেন, যেন কত দিনের পরিচিত।


    বুরুডি জলাধার।

    এখন সে সব অতীত। শালিমার হোটেল আর জাপানি লজ ব্যবসা গুটিয়ে নিয়েছে। আনন্দিতা উঠে গিয়ে মেরিডিয়ান। কলেবরে বড় কিন্তু আনন্দিতার গরিমার ছিটেফোঁটাও নেই। আনন্দিতায় বাতানুকূল যন্ত্র ছিল না। মেরিডিয়ান-এর মালিক সাধ করে ছ’টি কিনেছিলেন। যাতে পর্যটকদের উন্নত পরিষেবা দিতে পারেন। কিন্তু বছরখানেকের মধ্যে সে সব খুলে ফেলে কম দামে বিক্রি করে দিতে বাধ্য হয়েছেন। কারণ, পর্যটকেরা এসি চালাবেন কী, বিদ্যুৎই তো থাকে না!

    ঝাড়খণ্ডের ওই জনপদে বিদ্যুৎ পরিস্থিতি এক কথায় ভয়াবহ। কখনও কখনও গোটা এক বেলা বিদ্যুৎহীন গোটা ঘাটশিলা। হোটেলে পর্যন্ত তখন জলের আকাল। ঘণ্টার পর ঘণ্টা চলে ক্লান্ত জেনারেটরকে কয়েক ঘণ্টার জন্য বিশ্রাম দিতেই হয়। ওই সমস্যার কথাই বার বার বলছিলেন অমরেন্দ্র মিত্র। ঘাটশিলার মোটামুটি ভাল থাকার জায়গা, কাশিদা তল্লাটের সুহাসিতা রিসর্ট-এর অভিভাবক। অমরেন্দ্রবাবুর কথায়, “জেনারেটর চালাতে যে পরিমাণ ডিজেল খরচ হয়, তাতে হাজার টাকা ঘরভাড়া নিয়েও লাভ হয় না। ঘাটশিলার বিদ্যুৎ পরিস্থিতি ঠিক না হলে এখানে পর্যটনের প্রসার হওয়া অসম্ভব।”

    এমনিতেই গত এক দশকেরও বেশি সময় ধরে ঘাটশিলাকে কেন্দ্র করে মাওবাদীদের লাগাতার কার্যকলাপ ও আনাগোনা চলছে। ঘাটশিলার পাঁচ কিলোমিটার দূরে বুরুডি জলাধারের কাছে কয়েক বছর আগে ল্যান্ডমাইন বিস্ফোরণে একদল সিআরপিএফ জওয়ানকে উড়িয়ে দিয়েছিল মাওবাদীরা। বুরুডি ড্যামের পাশে পর্যটকদের জন্য বিনোদন ও বিশ্রামের জায়গা তৈরি হয়েছিল তাপস চট্টোপাধ্যায়ের উদ্যোগে। এখন সেই জায়গা পরিত্যক্ত। বুরুডি জলাধার ও তার আশপাশের পাহাড় ও জঙ্গলের যে অপূর্ব নিসর্গ, তাতে সেখানে বেশ কয়েকটি রিসর্ট তৈরি হওয়া ছিল স্বাভাবিক। কিন্তু সে সব দূরের কথা, সামান্য বিশ্রামাগারই প্রায় পোড়ো বাড়িতে পরিণত। মাওবাদী কার্যকলাপ যে ঘাটশিলায় পর্যটক এক ধাক্কায় কিছুটা কমিয়ে দিয়েছে, তা অস্বীকার করা যাবে না। যদিও ঘাটশিলায় পর্যটকেরা যেখানে থাকেন, মাওবাদীরা সেখানে গোলমাল করেছে বলে শোনা যায়নি।


    সৌর আলোকে সেজেছে বিভুতিভূষণের বাড়ি।

    আসলে ঘাটশিলার পর্যটনে বিশ্রী এক আঘাত লেগেছিল বছর আট-নয় আগে। যখন সুবর্ণরেখার তীরে এক পর্যটক তরুণীকে ধর্ষণ করা হয়েছিল। তখন পর্যটকদের একাংশের মনে হয়, ঘাটশিলা আর নিরাপদ নেই। তার পর থেকেই পর্যটকদের সংখ্যায় ভাটা পড়তে থাকে।

    কিন্তু সে জন্য পরিকাঠামোর অভাব হবে কেন? ঘাটশিলায় ঝাড়খণ্ড সরকারের ট্যুরিস্ট লজ ‘বিভূতি বিহার’ চেহারায় বিশাল। জাতীয় সড়কের উপরে ওই অতিথিশালা নিসর্গ উপভোগ করার পক্ষে আদর্শ। কিন্তু ভিতরে ঢুকলেই হতশ্রী অবস্থা চোখে পড়বে। পলেস্তরা খসে পড়ছে, চতুর্দিকে অপরিচ্ছন্ন ছাপ।

    পনেরো বছর পর ঘাটশিলায় গিয়ে কান্না পেল।

    Loading...
    https://www.banglaexpress.in/ Ocean code:

    চাক‌রির খবর

    ভ্রমণ

    হেঁসেল

      জানা অজানা

      সাহিত্য / কবিতা

      সম্পাদকীয়


      ফেসবুক আপডেট



      ‌টেক‌নিক্যাল হেড: ‌মোস্তা‌ফিজুর রহমান
      কলকাতা, পশ্চিমবঙ্গ পিনঃ – ৭০০১২৪
      হোয়াটস্যাপ: (+91) 9733377444
      ই-মেইল : [email protected]
      কার্যনির্বাহী সম্পাদক: সত্য‌জিৎ মন্ডল
      কলকাতা, পশ্চিমবঙ্গ পিনঃ – 700124
      হোয়াটস্যাপ: ( +91) 9733377444
      ই-মেইল : [email protected]
      সম্পাদক: রাজু আলম
      কলকাতা, পশ্চিমবঙ্গ পিনঃ – ৭০০১২৪
      হোয়াটস্যাপ: (+91) 9733377444
      ই-মেইল : [email protected]
      %d bloggers like this: