অজানা কারণে বদ্রু ব্যানার্জি পদ্মশ্রী সন্মানে বঞ্চিত

পূর্ণেন্দু চক্রবর্তীঃ অলিম্পিয়ান বদ্রু ব্যানার্জির কাছে প্রজাতন্ত্র দিবসের চার – পাঁচদিন আগে স্বরাষ্ট্র দফতর থেকে একটি ফোন আসে, সেই ফোনের বার্তায় পদ্মশ্রী সম্মানে সম্মানিত করার পরিকল্পনা একেবারে শেষ পযায়ে। সেই সময় বাড়ির ঠিকানা ও অন্যান্য তথ্য সুনিশ্চিত করার জন্য কিছু প্রশ্নও করেন। স্বাভাবিকভাবে এই ফোনের বার্তা বদ্রু ব্যানার্জিকে উৎফুল্ল করেছিল তা নিয়ে কোনও সন্দেহ নেই। তিনি আশা করেছিলেন গোষ্ঠ পাল, শৈলেন মান্না, চুনি গোস্বামী, প্রদীপ ব্যানার্জি ও বাইচুং ভুটিয়ার পরে হয়তো তিনি পদ্মশ্রী সম্মান পাচ্ছেন। আজ শুক্রবার বদ্রু ব্যানার্জি ৮৬ বছর বয়সে পা দেবেন, তাই ওই দিনটিকে অন্যভাবে অতিবাহিত করবার জন্য প্রস্তুতি নিয়েছিলেন। কিন্তু কোন অজানা কারণে শেষ মুহূর্তের বদ্রু ব্যানার্জির নামটা বাতিল হয়ে গেল পদ্মশ্রী সম্মান থেকে। এই খবর শোনার পর তিনি দারুনভাবে ভেঙে পড়েছেন। সারাভারত ফুটবল সংস্থার কাছে আগেই মোহনবাগান ক্লাব সহ অন্যান্য শুভাকাঙ্খী ফুটবল প্রেমিকদের কাজ থেকে অনুরোধ গিয়েছিল এবারে পদ্মশ্রী সন্মানে বদ্রু ব্যানার্জিকে মনোনীত করা হোক। এমনকী আইএফএ- ও এ ব্যাপারে সবুজ সংকেত দিয়েছিল। মোহনবাগান ক্লাবের পক্ষ থেকে বদ্রু ব্যানার্জিকে শুধু মোহন রত্ন হিসেবে স্বীকৃতি দেওয়া হয়নি, বলা হয়েছে অলিম্পিকের ইতিহাসে ভারতীয় ফুটবলের উজ্জ্বল অধ্যায়ে তিনি অন্যতম একজন তারকা । ভারতীয় দলকে তিনি নেতৃত্ব দিয়েছেন। পাশাপাশি শতাব্দির সেরা ক্লাবের অর্থাৎ মোহনবাগান ক্লাবের ফুটবল নক্ষত্র হিসেবে চিহুত করা হয়েছে। শোনা গেছে সারাভারত ফুটবল সংস্থার পক্ষ থেকেও অনুমোদন করা হয়েছিল । কেন্দ্রীয় সরকারের ভারপ্রাপ্ত ক্রীড়াদফতর থেকেও, এ ব্যাপারে খবরাখবর নেওয়া হয়েছিল বর্তমান কেন্দ্রীয় মন্ত্রীও আগ্রহ প্রকাশ করেছিলেন। এত ঘটনার পরও কেন পদ্মশ্রী সন্মানে বদ্রু ব্যানার্জির নামটা বাতিল হল, তা নিয়ে রহস্য থেকে গেছে। কলকাতা ভেটারেন্স স্পোর্টস ক্লাবের সভাপতি বদ্রু ব্যানার্জি বলেন, এইভাবে একজন ফুটবলারকে বঞ্চিত করার অর্থ ক্রীড়াজগতে অন্য প্রতিক্রীয়ার সৃষ্টি হয়। জন্মদিনের শুভ মুহূর্তে বদ্রু ব্যানার্জি বলেন, আমার রক্তে রয়েছে বাংলার ফুটবলের স্বর্ণাক্ষরের অধ্যায়গুলি। কোনও দিনই ভুলতে পারব না সেইসব দিনগুলির কথা। যতদিন বাঁচব, ততদিন বাংলার ফুটবলের গৌরবে গৌরবান্বিত হব। বাংলার ফুটবল ভারতীয় ফুটবলকে অতীতে যেভাবে গর্বের জায়গায় পৌঁচেছে, ঠিক সেইভাবে আগামী দিনেও আরও গর্বের জায়গায় বাংলার ফুটবল পৌঁছে যাবে, এটাই আমার প্রাথনা। সৌজন্যঃ দৈনিক স্টেটম্যান

admin

Share
Published by
admin
  • https://www.banglaexpress.in/ Ocean code:

Recent Posts

কুণাল ঘোষকে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক পদ থেকে সরিয়ে দিল রাজনীতির অবসান বা শুরু?

রাজনীতির সময়ে অনেক সময় আসে যখন সাধারণভাবে একজন রাজনৈতিক কর্মীর কাছে এক পদ দিয়ে দেওয়া…

2 days ago

রজনীকান্ত এবার সবচেয়ে বেশি পারিশ্রমিক নিয়ে সব রেকর্ড ভেঙে দিলেন

তিনি ভারতীয় তামিল চলচ্চিত্রের মহাতারকা রজনীকান্ত। শুধু তামিল ভাষাতেই হিন্দি, তেলেগু, কন্নড় ও ইংরেজি ভাষার…

2 days ago

নির্মাতা অনিরুদ্ধ’র আরেকটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন জয়া

কলকাতার নির্মাতা অনিরুদ্ধ রায়চৌধুরী পরিচালিত ‘কড়ক সিং’ নামের হিন্দি ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয়েছে বাংলাদেশী…

2 days ago

বলিউড ডিভা শিল্পা শেঠির সম্পত্তির সম্পত্তি বাজেয়াপ্তি: সন্তানসহ মুম্বাই ছেড়ে প্রত্যাবর্তন

বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রা তার আর্থিক মুদ্রার এক ধারালো নিয়ে সম্পত্তি বাজেয়াপ্তি…

2 days ago

পাওলি দাম: বাংলাদেশের চলচ্চিত্র এক নতুন প্রতিভার আবির্ভাব

বাংলাদেশের চলচ্চিত্র শৃঙ্খলা সম্পর্কে আলোচনা করা যেতে পারে অল্প বা মাঝামাঝি হয়ে যাওয়া একটি বিষয়।…

2 days ago

কুরুচিকর ভাষার প্রতিযোগিতা বন্ধে কমিশনের চিঠি প্রধান প্রধান রাজনৈতিক দলগুলিকে

দেশ জুড়ে নির্বাচনী প্রচারে ঝড় বইছে। সেই সঙ্গে সমানতালে চলছে একে অপরকে আক্রমণের পালা। পক্ষ…

2 days ago
https://www.banglaexpress.in/ Ocean code: