পূর্ণেন্দু চক্রবর্তীঃ টেবিল টেনিস বোর্ডের সামনে যেমন সেরা হয়ে উঠতে পারেন মৌমা দাস, ঠিক তেমনি রান্নাঘরেও মৌমার জুড়ি মেলা ভার। ভোরের আলো ফুটতেই ছুটে যান মৌমা। ঘন্টা দুয়েক রান্নাবান্না করে স্বামীর সঙ্গে গল্পগুজব শেষে স্নান সেরা ফেলা। তারপরে খাবার টেবিলে একসঙ্গে আহার পর্ব। মজাসে খাবার খেয়ে স্বামী কাঞ্চন ছোটেন অফিসে। মৌমাও অফিস ছোটেন। কে বলে খেলোয়াড় মৌমা রান্না করেন না ? তাদের কাছে মৌমার বার্তা চ্যাম্পিয়ন হতে গেলে রান্নঘরে যাওয়া যাবে না তার ছবিটা স্পষ্ট করলেন কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবে সংবর্ধনা উত্তরে মৌমা দাস। সৌজন্যঃ দৈনিক স্টেটসম্যান
Auto Amazon Links: No products found.