সমৃদ্ধ হলো সিউড়ী সংশোধনাগার লাইব্রেরি


শনিবার,১৪/০২/২০১৫
906

খায়রুল আনাম, বোলপুর, বীরভূমঃ জেলের নাম বদলে তাকে বলা হয় সংশোধনাগার। পরাধীন ভারতে সেই জেল বা সংশোধনাগারে যারা যান তাদের জন্যও যে কিছু প্রয়োজন রয়েছে সে কথাকে মান্যতা দিয়ে গিয়েছে ব্রিটিশ সরকার। সে সময় জেলার সিউড়ী জেলখানা ছিল মাটির ঘরে। ১৮১৯ সালে বর্তমানে সিউড়ীর যে সংশোধনাগার তার কাঠামোটি তৈরী হয়। ব্রিটিশরা জেলবন্দিদের জন্য এখানে বিনোদনের নানা ব্যবস্থাও করে। বন্দিরা যাতে পড়াশুনা করতে পারে সে জন্য একটি লাইব্রেরিও তৈরী করা হয়। সেই লাইব্রেরিতে গল্প, উপন্যাস থেকে ধর্মগ্রন্থ সবেরই ব্যবস্থা করা হয়। এখানে সাজাপ্রাপ্ত ও বিচারাধীন এই দু’ধরনের বন্দিদের জন্য বিনোদনের জন্য রয়েছে পৃথক দু’টি ভলিবল খেলার মাঠ। ফুটবল, ভলিবল, ক্রিকেট, তাস , দাবা, লুডো প্রভৃতি খেলার ব্যবস্থার সাথে রয়েছে খবরের কাগজ পড়ারও সুযোগ। জেলবন্দি অনেক পড়ুয়া থাকায় তাদের জন্য পাঠ্যপুস্তকের ব্যবস্থাও করা হয়। এখন সিউড়ী সংশোধনাগারে বিচারধীন বন্দিদের জন্য তিনটি, সাজাপ্রাপ্তদের জন্য একটি ও মহিলাদের একটি – মোট  পাঁচটি টিভি রয়েছে। এবার সিউড়ী সংশোধনাগারে থেকে সাজাপ্রাপ্ত পাঁ বন্দি বসবে মাধ্যমিক পরীক্ষায়। উচ্চমাধ্যমিক পরীক্ষা দেবে ছ’জন। আর নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে বি॰ এ॰ পরীক্ষায় বসছে এক বন্দি।

কিন্তু জেলকে সংশোধনাগার নাম দেওয়া হলেও, সিউড়ী সংশোধনাগারের লাইব্রেরিটির সেই অর্থে সরকারীভাবে তেমন ভাবে কোনও উন্নয়ন ঘটানো হয়নি। এখানকার লাইব্রেরিতে দীর্ঘদিন থেকে বইয়ের সংখ্যা ছিলো মাত্র ৪৮২ টি। ষাটের দশকের পর থেকে এই লাইব্রেরির জন্য নতুন কোনও বইয়ের ব্যবস্থা না হওয়ায়, লাইব্রেরিটি সেই অর্থে দীর্ঘ সময়কালে সাথে কোনও যোগসূত্র গড়ে তুলতে পারেনি। সেই শূন্যতা অনেকখানি পূরণ করলেন জেলার সরকারী আইনজীবী রণজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি জেলাশাসক পি॰মোহন গান্ধী, সিউড়ী সংশোধনাগারের জেলার অসিতবরণ নস্করের উপস্থিতিতে সিউড়ী সংশোধনাগারের লাইব্রেরিকে উপহার দিলেন ইংরেজি ও বাংলা ভাষার এক লক্ষ টাকার বই। যার মধ্যে সত্যজিৎ রায়, মহাশ্বেতা দেবী, বুদ্ধদেব গুহ, নারায়ণ গঙ্গোপাধ্যায়, লীলা মজুমদার রচনাসমগ্র, স্বামী বিবেকানন্দের বইয়ের ১৬ টি খণ্ড যেমন রয়েছে তেমনি রয়েছে বাইবেল, কোরান, গীতা, মহাভারত, বেদ-এর মতো ধর্মগ্রন্থও।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট