বিশ্ব ভলিবল চ্যাম্পিয়নশীপ


সোমবার,১৬/০২/২০১৫
899

চঞ্চল বন্দ্যোপাধ্যায়, ( প্রশিক্ষক ভলিবল )ঃ ২০১৪ সালের ৩০শে আগষ্ট থেকে ২১শে সেপ্টেম্বর পোল্যান্ডে অনুষ্ঠিত হয়ে গেল পুরুষদের অষ্টাদশ বিশ্বভলিবল চ্যাম্পিয়নশীপ। এশিয়ার ৪টি দেশ চীন, ইরান, দক্ষিণ কোরিয়া ও অষ্ট্রেলিয়া ( অষ্ট্রেলিয়া এশিয়ান ভলিবল কনফেডারেশন অন্তভূক্ত) সহ ২৪টি দেশ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। পুরুষদের বিশ্বভলিবল চ্যাম্পিয়নশীপ ভলিবলের সব থেকে প্রাচীন টুর্নামেন্ট । ১৯৪৭ সালে বিশ্বভলিবল সংস্থা গঠিত হওয়ার পর ১৯৪৯ সালে এই প্রতিযোগিতা শুরু হয়। প্রথম বিশ্বভলিবলের আসর বসেছিলো চেকোশ্লোভোকিয়ার প্রাগে। চ্যাম্পিয়ন হয় সাবেকি সোভিয়েত ইউনিয়ন রানাস চেকোশ্লোভোকিয়া। এবারের বিশ্ব চ্যাম্পিয়নশীপে সবাইকে অবাক করে টুর্নামেন্টের সোনা জিতে নেয় পোল্যান্ড দলটি। ফাইনালে পোল্যান্ড দলটি ব্রাজিল দলটিকে ১৮ – ২৫, ২৫ – ২২, ২৫ – ২৩, ২৫ – ২২ পয়েন্টে হারিয়ে দেয় জার্মানি ফ্রান্সকে হারিয়ে তৃতীয় স্থান দখল করে। এই বিশ্ব চ্যাম্পিয়নশীপের খেলায় সেরা খেলোয়াড়ের সম্মান পায় – পোল্যান্ডের মরিয়স লাজলী, এছাড়াও সেরা অপোজিট হিটারেরও সম্মান লাভ করেন। জার্মানির লুকাস ক্যাপা সেরা সেটারের সম্মান লাভ করেন এবং সেরা সম্মারের সম্মান পান ব্রাজিল দলের রিকাডো ও মুরুলী। ২০১৪ সালের বিশ্ব চ্যাম্পিয়নশীপের  খেলায় পোল্যান্ড -এর জয়টি প্রথম বার নয় এর আগে ১৯৭৪ সালে মেক্সিকোতে অনুষ্ঠিত অষ্টম বিশ্ব চ্যাম্পিয়নশীপে ফাইনালে সাবেকি সোভিয়েত ইউনিয়নকে পরাজিত করে প্রথম বিশ্বচ্যাম্পিয়নশীপে চ্যাম্পিয়ন হয়েছিলো। এবারের জয় নিশ্চত করে পোল্যান্ডের ভলিবলের জোয়ার এনেছে পোল্যান্ডের প্রশিক্ষক মিঃ স্টিফেন এনটিগা প্রচন্ড পরিশ্রম করে দলটিকে এই জায়গায় পৌঁছে দিয়েছেন তাঁর মতে পোল্যান্ড দলটিকে আমি হয়ত প্রশিক্ষন দিয়েছি কিন্তু সমস্ত খেলোয়াড় ও আমার অন্যান্য সহ – প্রশিক্ষক ওদের কৃতিত্বটাই বেশী বলে মনে করি। এর সংগে পোল্যান্ডের ভলিবল সমর্থকদের কাছেও আমি কৃতঙ্গ তারা যে ভাবে সব সময় আমাদের উৎসাহ দিয়ে গেছেন আমরা অভিভূত। আমি আশা করছি আগামীদিনে বিশ্ব ভলিবলের অন্যান্য টুর্নামেন্ট গুলিতে চ্যাম্পিয়ন হবে ।

Affiliate Link কলকাতার খবর | Kolkata News
Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট