খায়রুল আনাম, বোলপুর, বীরভূমঃ সন্ধ্যা নামলেই মুরারইয়ের রাজগ্রাম বাজার মুখ ঢাকতো অন্ধকারে। শুরু হয়ে যেত নাণরিক ভোগান্তি। সজীব হয়ে উঠতো সমাজবিরোধীরা। এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে এলাকার বাসিন্দারা রাজগ্রাম বাজারে পথবাতি লাগাবার আবেদন জানায় এলাকার সাংসদ শতাব্দী রা’য়ের কাছে। সেই আবেদনে সাড়া দিয়ে শতাব্দী রায় তাঁর এলাকা উন্নয়ন তহবিলের ১৪ লক্ষ ৫৬ হাজার টাকা ব্যয়ে রাজগ্রাম পূর্ব ও পশ্চিমবাজারে পথবাতির ব্যবস্থা করে দেন। সেই পথবাতির উদ্বোধন করে সাংসদ শতাব্দী রায় প্রতিশ্রুতি দেন যে, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের সাথে কথা বলে তিনি রাজগ্রামের অন্যান্য এলাকাগুলিতেও আলোর ব্যবস্থা করবেন।
Auto Amazon Links: No products found.