খায়রুল আনাম, বোলপুর, বীরভূমঃ একশো দিনের কাজের প্রকল্পে কাজ না করিয়েই সেই কাজ সমাপ্ত বলে দেখিয়ে মাস্টাররোল জমা দেওয়ার অভিযোগ উঠলো তৃণমূল কংগ্রেস পরিচালিত মুরারাই গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে। ভাদিশ্বর এলাকায় মেন ক্যানেল সংস্কারে জন্য একশো দিনের কাজের প্রকল্পে লক্ষাধিক টাকার কাজকে ঘিরেই এই অভিযোগ উঠেছে। কাজ না করিয়েই ব্লক অফিসে যে মাস্টাররোল জমা দেওয়া হয়েছে তাতে ১ হাজার ৪৬৫ জন শ্রমিকের নাম লেখা হয়েছে বলে অভিযোগ। এই অভিযোগ পেয়েই রামপুরহাট মহকুমাশাসক উমাশঙ্কর এস ১৯ ফেব্রুয়ারী সরেজমিনে তদন্তে গিয়ে মাস্টার রোলটি বাজেয়াপ্ত করে সংশ্লিষ্ট বিডিও-কে অভিযোগের তদন্ত করে রিপোর্ট জমা দিতে বলেছেন।
Auto Amazon Links: No products found.