নিঃ সঃ, বাঁকুড়াঃ গত ২৪ শে ফেব্রুয়ারী আমাদের খবরইন্ডিয়াঅনলাইন পত্রিকায় খবর প্রকাশ হওয়ায় জঙ্গলমহলের মটগোদায় অসহায় দুলে পরিবার শীর্ষক খবর পরে নড়ে চড়ে বসে রাইপুর ব্লক প্রশাসন। সেই সঙ্গে আমাদের বাঁকুড়ার সংবাদ দাতা সাধন মণ্ডল রাইপুর বিডিও -এর সাথে যোগাযোগ করলে বিডিও সরেজমিন তদন্ত করে ঐ অসহায় দুলে পরিবারের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন। দুলে পরিবারের কান্ত দুলে তার অসহায়তার কথা জানিয়ে বলেন, আমরা বি.পি.এল. তালিকাভূক্ত হলেও ইন্দিরা আবাস পাইনি। মজুরী আমাদের একমাত্র জীবিকা, বর্তমানে N.R.E.G.S. -এর কাজ নেই খুব অভাবের মধ্যে রয়েছি, বছরের কয়েকমাস পূবে খাটতে যাই। বাড়ীর বি.এ. পাস শিক্ষিত যুবক দীনবন্ধু দুলে বলেন, এই ভাবেই কষ্ট করে লেখাপড়া করতে হয়েছে। বর্ষাকালে মাথায় জল পড়ে, একটা দশ বাই দশ বাড়ীতে রান্না ও থাকার জায়গা, এর মধ্যে পড়াশোনা করা খুব কষ্টে করে দিন কাটে। যাইহোক এবারে একটা ত্রিপল পেয়েছি। বর্তমানে বিডিও সাহেব খুব ভালো শুনেছিলাম কিন্তু দেখলাম সত্যিই ভালো মানুষ। গরীব মানুষের ব্যাথা বোঝেন। রাইপুরের বিডিও দীপঙ্কর দাস বলেন, মানুষের সেবা করাই আমাদের কাজ। গরীব মানুষদের কর্মোদ্যোগই করে তুলতে নানারকম পরিকল্পনা নেওয়া হয়েছে।
Auto Amazon Links: No products found.