পাথর শিল্পাঞ্চলে দূষণ অভিযোগ


রবিবার,০১/০৩/২০১৫
635

খায়রুল আনাম, বোলপুর, বীরভূমঃ জেলার পাথর শিল্পাঞ্চলে পরিবেশ দূষণ নিয়ে আদিবাসী সমাজের পক্ষ থেকে দীর্ঘদিন আন্দোলন সংগঠিত হয়ে আসছে। যা নিয়ে কলকাতা উচ্চ আদালতে মামলার পরিপ্রেক্ষিতে পরিবেশ দূষণরোধে যে সব নির্দেশ দিয়েছে, তা পাথর খাদান ও ক্র্যাশার মালিকরা মানছে না বলে অভিযোগ রয়েছে। এনিয়ে পাঁচামি, শালবাদরা, মহূম্মদবাজার এলাকায় অতীতে ধুন্ধুমার কাণ্ড ঘটে গিয়েছে। মুরারইয়ের রাজগ্রাম এলাকায় পাথর শিল্পাঞ্চলে পরিবেশ দূষণের অভিযোগ এনে আদিবাসী সমাজের পক্ষ থেকে সিউড়ীতে স্মারকলিপি দেওয়া হলো জেলাশাসক পি.মোহন গান্ধীর হাতে। আদিবাসী সমাজের অভিযোগ, এলাকায় নতুন নতুন পাথর খাদান ও ক্র্যাশার তৈরী হলেও, সেখানে পরিবেশ দূষণের দিকে দৃষ্টি দেওয়া হচ্ছে না। কল্যাণপুর, মহুয়াপুর গ্রাম এলাকার মানুষ দূষণের শিকার হওয়া সত্ত্বেও সে দিকে কারও ভ্রূক্ষেপ নেই। কলকাতা উচ্চ আদালত জেলাশাসক এবং জেলা ভূমি ও ভূমি সংস্কার আধিকারিককে দূষণ নিয়ন্ত্রণে দ্রুত ব্যবস্থা গ্রহণের  নির্দেশ দিলেও সেই নির্দেশ মানা হচ্ছে না। জেলাশাসক পি.মোহন গান্ধী অবশ্য জানিয়েছেন, যে সব অভিযোগ করা হয়েছে সেগুলি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। অপরদিকে পাথর খাদান ও ক্র্যাশার মালিকরা তাঁদের বিরুদ্ধে পরিবেশ দূষণের যে অভিযোগ আনা হয়েছে তা অস্বীকার করেছেন।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট