৩৫ তম ন্যাশনাল গেমস

চঞ্চল বন্দ্যোপাধ্যায়,( রাজ্য প্রশিক্ষক, ভলিবল )ঃ ২০১৫ সালের জানুয়ারীর শেষ থেকে ফেব্রুয়ারীর ১৪ তারিখ পর্যন্ত কেরালা রাজ্যের বিভিন্ন শহরে অনুষ্ঠিত হয়ে গেলো ৩৫ তম ভারতীয় জাতীয় গেমস-এর অনুষ্ঠান। যদিও উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়েছিলো থিরুভানাথাপুরমে। এবারের জাতীয় গেমস-এ সার্ভিসের দল সমস্ত রাজ্যকে পিছনে ফেলে ৯১ টি সোনা ৩০ টি রৌপ্য ও ৩৫ টি ব্রোঞ্জ জিতে প্রথম স্থানটি অধিকার করে নেয়। দ্বিতীয় কেরালা ৫৪ টি সোনা, ৪৮ টি রৌপ্য ও ৬০ টি ব্রোঞ্জ পায়। তৃতীয় হরিয়ানা চতুথ মহারাষ্ট্র। এবারের গেমস-এ পশ্চিমবাংলা ৬টি সোনা ১২টি রৌপ্য ও ৩০টি ব্রোঞ্জ পেয়ে ষোলোতম স্থান পায়। ৩৫ তম াতীয় গেমসের ভলিবল প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় কোজিকোড়ের ভি.কে.কৃষ্ণমেনন ইন্ডোর ষ্টেডিয়ামে। পুরুষদের আটটি যেমন – তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, সার্ভিসেস, হরিয়ানা, উত্তরাখণ্ড, রাজস্থান, কেরালা ও পাঞ্জাব। মহিলাদের আটটি দল যেমন – কেরালা, চণ্ডীগড়, কর্ণাটক, পশ্চিমবাংলা, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, পাঞ্জাব ও হরিয়ানা অংশগ্রহণ করেছিলো। এবারের গেমস-এ ভলিবলে পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হয় তামিলনাড়ু ফাইনালে কেরালাকে ২৪ – ২৬ , ২৫ – ২০, ২৫ – ২৩, ২৫ -১২ পয়েন্টে হারিয়ে সোনা জিতে নেয়। তৃতীয় স্থান পেয়েছে রাজস্থান, চতুথ সাভিসেস। মহিলা বিভাগে চ্যাম্পিয়ন কেরালা, ফাইনালে কেরালা কর্ণাটককে ২৫-১৯, ২৩-২৫, ২৬-২৪, ২৫-১২ পয়েন্টে হারিয়ে সোনা জিতে নেয়। তৃতীয় স্থান পেয়েছে তামিলনাড়ু, চতুথ উত্তরপ্রদেশ।
জাতীয় গেমস-এ ভারতীয় রেল দলটি না থাকার জন্য রেলদলের খেলোয়াড়রা তাদের নিজ রাজ্য দল বা চাকুরী রত রাজ্য দলের হয়ে প্রতিনিধিত্ব করার জন্য রাজ্য দলগুলি শক্তিশালী হয়ে উঠেছিলো। ফলে প্রতিযোগিতায় খেলাগুলি বেশ উচ্চ মানেরও হয়। এবারের জাতীয় গেমস-এ নজর কাড়া খেললেন কেরালার জেরোম ভিনিথ, টম জোসেফ, কপিলদেব, মনু জোসেফ, রাজস্থানের লাভমিত কাটারিয়া, দিলীপ খোইয়াল, সুরেশ চন্দ্র, তামিলনাড়ুর নভিন রাজা, উকরাপান্ডিয়ান, জি.আর.বৈঞ্চব, মেলটন মোজেস ও সেলভা প্রভু। মহিলা বিভাগে নজর কাড়লেন কেরালার টিজিরানু, ভি ৌমা, এস রেখা। কর্ণাটকের প্রিয়াঙ্কা বোরা, নিসা জোসেফ, মল্লিকা ভি শেট্টি, কে এস মিসা।

admin

Share
Published by
admin
  • https://www.banglaexpress.in/ Ocean code:

Recent Posts

কুণাল ঘোষকে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক পদ থেকে সরিয়ে দিল রাজনীতির অবসান বা শুরু?

রাজনীতির সময়ে অনেক সময় আসে যখন সাধারণভাবে একজন রাজনৈতিক কর্মীর কাছে এক পদ দিয়ে দেওয়া…

1 day ago

রজনীকান্ত এবার সবচেয়ে বেশি পারিশ্রমিক নিয়ে সব রেকর্ড ভেঙে দিলেন

তিনি ভারতীয় তামিল চলচ্চিত্রের মহাতারকা রজনীকান্ত। শুধু তামিল ভাষাতেই হিন্দি, তেলেগু, কন্নড় ও ইংরেজি ভাষার…

2 days ago

নির্মাতা অনিরুদ্ধ’র আরেকটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন জয়া

কলকাতার নির্মাতা অনিরুদ্ধ রায়চৌধুরী পরিচালিত ‘কড়ক সিং’ নামের হিন্দি ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয়েছে বাংলাদেশী…

2 days ago

বলিউড ডিভা শিল্পা শেঠির সম্পত্তির সম্পত্তি বাজেয়াপ্তি: সন্তানসহ মুম্বাই ছেড়ে প্রত্যাবর্তন

বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রা তার আর্থিক মুদ্রার এক ধারালো নিয়ে সম্পত্তি বাজেয়াপ্তি…

2 days ago

পাওলি দাম: বাংলাদেশের চলচ্চিত্র এক নতুন প্রতিভার আবির্ভাব

বাংলাদেশের চলচ্চিত্র শৃঙ্খলা সম্পর্কে আলোচনা করা যেতে পারে অল্প বা মাঝামাঝি হয়ে যাওয়া একটি বিষয়।…

2 days ago

কুরুচিকর ভাষার প্রতিযোগিতা বন্ধে কমিশনের চিঠি প্রধান প্রধান রাজনৈতিক দলগুলিকে

দেশ জুড়ে নির্বাচনী প্রচারে ঝড় বইছে। সেই সঙ্গে সমানতালে চলছে একে অপরকে আক্রমণের পালা। পক্ষ…

2 days ago
https://www.banglaexpress.in/ Ocean code: