পূর্তোরিকার দুঃখের দিন


মঙ্গলবার,১৭/০৩/২০১৫
738

চঞ্চল বন্দ্যোপাধ্যায় ( রাজ্য প্রশিক্ষক, ভলিবল )ঃ ২০১৫ সালের ১৫ই ফেব্রুয়ারী পূর্তোরিকান ভলিবল ফেডারেশন ও অলিম্পিক কমিটি যুগ্মভাবে একটি শোক সভার আয়োজন করেছিলেন। ৪৫ বছর আগে ঐদিনে পূর্তোরিকান মহিলা ভলিবল দলটি একাদশতম মধ্য আমেরিকান ও ক্যারিবিয়ানস গেমস-এ যোগদানের জন্য সান ভোমিংগোর লাস আমেরিকান আন্তর্জাতিক বিমান বন্দর থেকে বিমানে পানামা সিটিতে যাত্রা শুরু করেছিলেন। ডিসি-৯-৩২ বিমানটি ৯৭ জন যাত্রী ও ৫ জন বিমানকর্মীকে নিয়ে ক্যারিবিয়ান সমুদ্রে ভেঙ্গে পড়ে এবং ১০২ জন মারা যান, তার মধ্যে পূর্তোরিকান মহিলা ভলিবল দলের খেলোয়াড় ও প্রশিক্ষক সহ সবাই মারা যান। শুধুমাত্র অধিনায়িকা মিস কারমেন রোজা সারবাটার বেঁচে যান কারণ তাকে গেমস-এ পতাকা বহনের জন্য রিহাসাল নিতে পানামা সিটিতে পৌঁছাতে দলের সঙ্গে না গিয়ে আগের দিন অর্থাৎ ১৪ ফেব্রুয়ারী চলে যেতে হয়েছিলো। শোকসভায় পূর্তোরিকান ভলিবল ফেডারেশনের সভাপতি মিঃ নেলসন পেরেজ ক্রুজ বলেন ১৯৭০ সালের ১৫ই ফেব্রুয়ারী দিনটি পূর্তোরিকা খেলাধূলার ইতিহাসে অত্যন্ত দুঃখের দিন। এই দিন আমরা আমাদের স্বপ্নের মহিলা ভলিবল দলটিকে হারিয়েছি। তাঁদের আত্নার শান্তি কামনা করি। ১৯৭০ সালের ১৫ই ফেব্রুয়ারী এক সপ্তাহ পর মধ্য আমেরিকা ও ক্যারিবিয়ানস গেমস -এর উদ্বোধনী অনুষ্ঠানে অধিনায়িকা মিস কারমেন রোজা সারবাটার পতাকা বহন করেছিলেন অশ্রুসিক্ত নয়নে আর পিছনে তার সহ খেলোয়াড়রা ছিলেন না কারণ এক সপ্তাহ আগে তাঁরা এই পৃথিবী থেকে চলে গিয়েছেন।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট