মোল্লা শাহাজান বাদশা, বর্ধমানঃ এক দিকে কেন্দ্রীয় সরকার অপর দিকে রাজ্য সরকার নদী দূষণের জন্য নানারকম প্রকল্প গ্রহণ করেছেন। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে ঠিকমতন নদী পরিষ্কার হচ্ছে না। অথচ অনুদান দেওয়া হচ্ছে কিন্তু কাজ প্রায় সেই রকম ভাবে হচ্ছে না। গ্রামের থেকে শহরে নদ-নদীগুলি দূষণের মাত্রা বেশি। যত্যতত্র যেখানে সেখানে ময়লা ফেলার কারণে এতো দূষণ ছড়াচ্ছে। আরও বেশি করে মানুষকে বোঝাতে হবে নদী-তে ময়লা না ফেলার জন্য। ঐদিকে ছোট নদীগুলি স্বাভাবিক গতিপথ হারাচ্ছে ও হাই ড্রেনের -এর পরিচিতি ঘটেছে। এই বর্ধমান শহরে আনুমানিক দশ কিলোমিটার বয়ে গেছে বাঁকা নদী। এক সময় দামোদর নদীর শাখা নদী ছিল বাঁকা। বর্ধমান মানুষদের সমস্ত ময়লা আবর্জনা প্রবাহিত হয় এই নদীর দ্বারায়। যেখানে ভাঙা নর্মদা নদীগুলিতে যাতে দূষণ না ঘটে বিদেশীনিরা পথ নাটিকা করে মানুষকে সচেতনতা করে গেছেন তাঁদের নাটকের মাধ্যমে। এদিকে বাঁকা নদীর মজে যাওয়া কোনও সংস্কার ও দূষণ বিরোধী অবস্থান নিতে ব্যথ রাজ্য সরকার। এক মন্ত্রী বলেছিলেন, বাঁকা নদীর সংস্কার করে এখানে নৌকা চালাবার ব্যবস্থা করে দেবেন। যত তাড়াতাড়ি এই নদীটিকে সংস্কার করতে পারা যায় তাহলে জলপথ পরিবহণের দিক খুলবে এবং মানুষদের কিছু রোজগার হতে পারে। আবার নদীটিকে জল শোধন প্রকল্প নিলে পানীয় জল হিসেবে ব্যবহার করা যেতে পারে। না হলে অদূর ভবিষ্যতে ভূগভস্ত যে ভাবে নিচের দিকে চলে যাচ্ছে আগামীদিনে বর্ধমান বাসীদের ভূগতে হতে পারে।
বর্ধমানে ক্রমশ নদী দূষণ হচ্ছে
মঙ্গলবার,১৭/০৩/২০১৫
596
Loading...
https://www.banglaexpress.in/ Ocean code: