খবরইন্ডিয়াঅনলাইনঃ আজ রায় বেরিলি জেলায় বাছরাবান রেল স্টেশনের কাছে দেরাদুন – বারানসিগামী ট্রেনটি দুটি বগি লাইনচ্যুত হয়। যত তাড়াতাড়ি দুর্ঘটনার সংবাদ ছড়িয়েছে কাছাকাছি গ্রাম থেকে মানুষ উদ্ধার ও ত্রাণ অভিযানে হাত লাগায়। কমপক্ষে ৩০ জন নিহত। দুটি ইঞ্জিন ক্ষতিগ্রস্থ হয়েছে। আহত হয়েছে প্রায় ৪৬ জন। রেলমন্ত্রী সুরেশ প্রভু তদন্তের নির্দেশ দিয়েছেন।
উত্তর প্রদেশে জনতা এক্সপ্রেস লাইনচ্যুত, মৃত ৩০, আহত ৪৭ জন
শুক্রবার,২০/০৩/২০১৫
363