জঙ্গলমহলে ক্রীড়া প্রতিযোগিতা


বৃহস্পতিবার,২৬/০৩/২০১৫
867

সাধন মণ্ডল, রাইপুর, বাঁকুড়াঃ বাঁকুড়া জেলা পুলিশের উদ্যোগে রাইপুর থানার আয়োজনে এক দিনের ক্রীড়া প্রতিযোগিতা পড়-রাইপুর হাইস্কুল মাঠে হয়ে গেল। এই প্রতিযোগিতায় ভলিবল, ফুটবল, ক্যারামবোর্ড সহ বিভিন্ন বিভাগে এলাকার ক্রীড়া মোদীরা হাজির হয়, ভলিবলে মহিলাদের চাতরি পণ্ডিত রঘুনাথ মুরমু স্মৃতি আবাসিক বিদ্যালয়ের ছাত্রীরা উদ্বোধনী ম্যাচ-এ অংশগ্রহণ করে। এছাড়া ভলিবলে ৮টি দল অংশ নেয়, ক্যারামে ১০টি দল অংশ নেয়। ভলিবলে মণ্ডলকুলি ভলিবল দল জয়ী হয়। ক্যারামে মানিক সর্দার ও গৌতম নামাতা জয়ী হয়। ক্রীড়া প্রতিযোগিতার চূড়ান্ত পর্যায়ে মাঠে উপস্থিত ছিলেন রাইপুর-এর বিডিও দীপঙ্কর দাস। বিজয়ী ও বিজিতদের হাতে পুরস্কার তুলে দেন বিডিও সাহেব। থানার আই সি দেবাশীষ নাথ বলেন। ‘ সরকার খেলাধূলার প্রতি জোর দিয়েছেন আমরা চেষ্টা করছি তারই একটি অংশ এটা। এছাড়া সারা বছর ধরেই মহিলা ও পুরুষদের ফুটবল প্রতিযোগিতা করা হয়।’ ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনা করেন খাতড়া মহকুমা ক্রীড়া সংস্থার সম্পাদক অশোক বাহার সহ শিক্ষক জীতেনন্দ্রনাথ গোস্বামী, তরুণ পাত্র, সেখ জেরার হোসেন প্রমুখ। জঙ্গলমহলের সাধারণ মানুষের সাথে জনসংযোগ বাড়াতে রাইপুর থানা সারা বছর ধরে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা ছাড়াও সচেতনতা শিবির। সাংস্কৃতিক অনুষ্ঠান কর্মসূচী করে থাকে।

Affiliate Link কলকাতার খবর | Kolkata News
Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট