মা ফিরে পেল টুইটারের সাহায্যে’য় শিশুদের


শুক্রবার,২৭/০৩/২০১৫
507

খবরইন্ডিয়াঅনলাইনঃ বাবা তিনটি শিশুকে দিল্লির রেল স্টেশনে ফেলে চলে গেলেন। শুনে অবাক হচ্ছেন তাই না ? হ্যাঁ এই রকম ঘটনা ঘটেছে দিল্লিতে। তিনজন হল রুমানা, রাজা ও সানিয়া। এই খবর পেয়ে টুইটার এগিয়ে এসে এদেরকে উদ্ধার করল। পুলিশ রেলওয়ে স্টেশন তন্নতন্ন করে তাদের উদ্ধার করল। এই ভাল কাজটি করেছেন সাংবাদিক অভিষেক শুকলা। ওই তিন শিশুর ছবি তুলে আপলোড করেন টুইটারে। তিনি পুলিশকেও জানিয়েছেন বিষয়টি। সাংবাদিক অভিষেক অনেকবার পোস্ট করেন টুইটারে। প্রথমে যেখানে দেখা গিয়েছিল পরে সেখানে তাদের আর দেখতে পাওয়া যায়নি। পরে পুলিশ খোঁজাখুজি করে তাদের উদ্ধার করে। ওদের মুখে পুলিশ জানতে পারে ওদের বাবা এই খানে রেখে চলে যায়। রেলওয়ে পুলিশের ডেপুটি কমিশনার সঞ্জয় ভাটিয়া বলেন, বড় মেয়ে রুমানা জানায় যে তাদের বাড়ি নবি করিম থানার কাছে। তারপর তাদের নিয়ে বাড়ি নিয়ে আসা হয়। মা তাবাসসুম জানান, আমি কাজ থেকে ফিরে ছেলে-মেয়েদের দেখতে পাইনি। ওদের বাবা প্রায়ই এই রকম ভাবে কোথায় না কোথায় ছেড়ে আসেন। পুলিশ এই অভিযোগ পেয়ে কাজ শুরু করেছে বলে জানান, দিল্লির নদান ডেপুটি কমিশনার অব পুলিশ মাধুর ভামা। তিনটি শিশু মায়ের কোল পেয়ে খুব খুশী।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট