উদ্যোগী মঙ্গলকোট ব্লক প্রশাসন


শনিবার,০৪/০৪/২০১৫
617

মোল্লা শাহাজান বাদশা,  মঙ্গলকোটঃ সম্প্রতি বলগনা-কাটোয়া ন্যারোগেজ রেলপথটির আধুনিকরণের কাজ শুরু হয়েছে। প্রস্তাবিত বডগেজ নির্মাণের ২৬ কিমির মধ্যে ১৫ কিমি মঙ্গলকোট থানা এলাকায় পড়ে। ইতিমধ্যে রেলপথের দুধারে থাকা বাড়ীগুলি -কে উচ্ছেদ করা হয়েছে অনেকটাই। যারা উচ্ছেদ হয়েছে, তাদের কে পুনর্বাসন হিসাবে প্রথম পর্যায়ে পাট্টা দেওয়া হয়েছে বলে জানান মঙ্গলকোটের বিডিও সুশান্ত মণ্ডল। বৃহস্পতিবার দুপুরে মঙ্গলকোটের বনকাপাসিতে ৩৭ টি পরিবারকে ত্রিপল দেওয়া হয় প্রশাসনের তরফে। আগামী দিনে গীতাঞ্জলি প্রকল্পের সুবিধা দেওয়া হবে বলে জানা গেছে।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট