মোল্লা জসিমউদ্দিন, বর্ধমানঃ টানা চারদিন মঙ্গলকোটে বিএসএনএল পরিষেবা বন্ধ রয়েছে মঙ্গলকোটের বিভিন্ন এলাকায়। ব্রড ব্যাণ্ড পরিষেবা চালু না থাকায় বিভিন্ন ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেন স্থগিত রয়েছে। চরম বিপাকে পড়ছেন গ্রাহকেরা। গত সোমবার বিকেলে কালবৈশাখীর ঝড় হওয়ার সময় বজ্রপাতে বিএসএনএল -র মেসিন পুড়ে যায়। দপ্তর সূত্রে প্রকাশ লাইন চালু করার কাজ চলছে জোর কদমে। তবে দু-তিন দিন আরও লেগে যেতে পারে।
বিএসএনএল পরিষেবা বন্ধ
রবিবার,০৫/০৪/২০১৫
510
Loading...
https://www.banglaexpress.in/ Ocean code: