মন্ত্রীর অনুরোধ সাঙ্গাকারকে খেলার জন্য

খবরইন্ডিয়াঅনলাইনঃ           শ্রীলংকারক্রিকেট ইতিহাসের সফলতম ব্যাটসম্যান সাঙ্গাকারাকে ক্রিকেট থেকে অবসরেরভাবনা পুনর্বিবেচনা করতে অনুরোধ করেছেন দেশটির ক্রীড়া মন্ত্রী নেভিনদিশানায়েকে। দেশের হয়ে সাঙ্গাকারাকে আরও এক বছর খেলার অনুরোধ করেছেন তিনি।

বুধবারতাকে আরো এক বছর খেলা অব্যাহত রাখার এ আহবান জানানো হয়। তবে মন্ত্রীরআহবানের বিষয়ে তাৎক্ষণিকভাবে সাঙ্গাকারার কোন মন্তব্য পাওয়া যায়নি।

ক্রিকেটপ্রশাসন নিয়ে সাঙ্গাকার খুবই হতাশ এবং অসুখী উল্লেখ করে মন্ত্রীসাংবাদিকদের বলেন, নিউজিল্যান্ডে আমি সাঙ্গাকারার সাথে কথা বলেছি। ক্রিকেটপ্রশাসন নিয়ে তিনি খুবই হতাশ এবং অসুখী। এখন সেখানে পরিবর্তন এসেছে এবং তারমত পরিবর্তন হতে পারে বলে আমি আশা করছি।

উল্লেখ্য, সাংবাদিকদের সামনে এসব কথা বলার খানিক আগেই অবশ্য সাবেক টেস্ট ক্রিকেটারসিদাথ বেটিমুনিকে প্রধান করে খেলা পরিচালনায় একটি অন্তর্বর্তী কমিটি গঠনকরেন ক্রীড়ামন্ত্রী। শ্রীলংকার ক্রিকেট বোর্ডের দুর্নীতি রোধ করে ভাবমুর্তিউদ্ধারেই তাকে এ দায়িত্ব দেয়া হয়েছে।

দিশানায়েকেবলেন, বোর্ডে বেশ কিছু দিন যাবত দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে সংস্থারভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে। তাই সাবেক টেস্ট খেলোয়াড় সিদাথ বেটিমুনিরনেতৃত্বাধীন গঠিত অন্তর্বর্তীকালীন কমিটি ‘সকল জঞ্জাল পরিষ্কার’ করতে সক্ষমহবে বলে আশা করছেন তিনি।

নেভিনদিশানায়েকে বলেন, সরকার আশা করছে বিশ্বকাপে অসাধারণ নৈপুণ্য দেখানো ৩৭ বছরবয়সী সাঙ্গাকারা শ্রীলঙ্কা ক্রিকেটকে শক্তিশালী করার জন্য আরো কিছু দিনটেস্ট ক্রিকেট অব্যাহত রাখবেন।

গত ১৮মার্চ কোয়ার্টার ফাইনালে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায়নেয় শ্রীলঙ্কা। ওইদিনই সীমিত ওভারের ক্রিকটেকে বিদায় জানান শ্রীলংকারক্রিকেট ইতিহাসের এই কিংবদন্তি ব্যাটসম্যান। আগামী জুন-জুলাইয়ে টেস্টক্রিকটেকেও বিদায় জানাবেন বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।

মন্ত্রীবলেন, দেশের ক্রীড়া মন্ত্রী হিসেবে কুমার সাঙ্গাকারার কাছে আমার বিনীতঅনুরোধ তিনি যেন তার অবসর ভাবনা পুনর্বিবেচনা করেন এবং দেশের জন্য আরো একবছর খেলা অব্যাহত রাখেন।

নিউজিল্যান্ডও অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত সদ্য সমাপ্ত বিশ্বকাপে ১০৮ গড়ে টুর্নামেন্টে তারমোট রান ছিল ৫৪১। টুর্নামেন্ট রেকর্ড পর পর চার ম্যাচে সেঞ্চুরিও করেছেনসাবেক এ লংকান অধিনায়ক।

টেস্টর‌্যাংকিংয়ে শীর্ষে থাকা ব্যাটসম্যান লঙ্কন দলের সাবেক অধিনায়ক সাঙ্গাকারাএকই সঙ্গে ওয়ানডে ক্রিকেটেও রয়েছেন দ্বিতীয় স্থানে। আন্তর্জাতিক ক্রিকেটেওয়ানডেতে ১৪ হাজার ২৩৪ রানের মালিক সাঙ্গাকার।

সাঙ্গাকারাইতোমধ্যে ২০১৫-১৬ মৌসুমের জন্য ইংলিশ কাউন্টি দল সারের সাথে চুক্তিকরেছেন।

admin

Share
Published by
admin
  • https://www.banglaexpress.in/ Ocean code:

Recent Posts

সুন্দরী বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া: এক অভিনয়ীর সাহসিক পথ

বলিউডের স্বপ্নপূরণে সাহসের চেতনার প্রতীক পরিণীতি চোপড়া। টানা এক দশক ধরে চলচ্চিত্রে অভিনয় করছেন এই…

2 days ago

আমার মতো অনেকেই নিতম্ব দেখেননি : নোরা ফাতেহি

বলিউডের বোম্ব শেল, নোরা ফাতেহি, প্রথমে ছিলেন একজন আইটেম গার্ল। তিনি নাচের মাধ্যমে শুরু করেন…

2 days ago

পাঁচজনের সঙ্গে নেহা’র অতীত জীবন কেমন ছিল!

বলিউডের চলতি প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী নেহা কক্কর। তিনি ১৯৮৮ সালের ৬ জুন উত্তরাখণ্ডে জন্মগ্রহণ করেন।…

2 days ago

তৃতীয় দফায় রাজ্যের চারটি লোকসভা কেন্দ্রে নির্বাচন

তৃতীয় দফায় রাজ্যের চারটি লোকসভা কেন্দ্রে নির্বাচন। মালদা উত্তর, মালদা দক্ষিণ, জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ। এই…

2 days ago

নজরে মুর্শিদাবাদ, মাত্র দুটি কেন্দ্রে ১০০ কোম্পানি?
মুর্শিদাবাদের জন্য আর কি কি সতর্কতা নিচ্ছে কমিশন?

তৃতীয় দফায় ভোট রয়েছে মুর্শিদাবাদে। জঙ্গীপুর ও মর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের ভোটাররা তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ…

2 days ago

অধীরকে গো ব্যাক স্লোগান, কমিশনে নালিশ কংগ্রেসের, জেলা প্রশাসনের কাছে রিপোর্ট তলব

মুর্শিদাবাদের নওদায় তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি শেখ সফিউজ্জামান হাবিবের বিরুদ্ধে কমিশনে অভিযোগ জানালো কংগ্রেস। নওদায়…

2 days ago
https://www.banglaexpress.in/ Ocean code: