যাত্রীবাহী বিমান বেঁচে গেল জাপানে


বৃহস্পতিবার,০৯/০৪/২০১৫
632

খবরইন্ডিয়াঅনলাইনঃ আবার রক্ষা পেল২২৮ যাত্রী নিয়ে পাখির ন্যায় পাখা মেলে উড়ছিল। কিন্তু হঠাৎ বিমানের ডান ইঞ্জিন বন্ধ হয়ে যায়। তাই ভয়াবহ দুর্ঘটনা এড়াতে আকাশ থেকে মাটিতে নেমে এলো জাপানি যাত্রীবাহী বিমান বোয়িং-৭৭৭।

তবে এ ঘটনায় যাত্রীদের কারও হতাহতের খবর পাওয়া যায়নি।

রাজধানী টোকিও থেকে জাপানের জেটলাইনারস এর বোয়িং-৭৭৭ নামে যাত্রীবাহী বিমানটি উত্তর হোক্কাইডো অভিমুখে যাত্রা করেছিল । এ বিমান প্রাট ও হুইটনি- এ দুটি ইঞ্জিন ব্যবহার করে থাকে। আকাশে উড্ডয়নকালে হঠাৎ ডান ইঞ্জিন বন্ধ হয়ে গেলে বিমানটি নেমে আসে । যান্ত্রিক গোলোযোগ শুরু হওয়ার পরই বিমানটি টোকিওর হানেদা বিমানবন্দরে সফলভাবে অবতরণ করে।

তবে হঠাৎ ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়ার কারণ এখনো জানা যায় নি।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট