ভারত স্থায়ী সদস্য হতে চায় জাতিসংঘের

 খবরইন্ডিয়াঅনলাইনঃ     ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন জাতিসংঘের নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্যপদ পাওয়া দেশটির অধিকার। ফ্রান্স সফররত মোদি প্যারিসে এক অনুষ্ঠানে দেয়া বক্তব্যে এ কথা বলেন। খবর এনডিটিভি।

গত শনিবার প্রায় দুই হাজার ভারতীয়র উপস্থিতিতে এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন নরেন্দ্র মোদি। এসময় তিনি বলেন, ‘ভারতের অনুদান চাওয়ার দিন শেষ হয়ে গেছে। এখন আমরা আমাদের অধিকার আদায় করতে চাই। আমি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাবো, যেন ভারতকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদ প্রদান করা হয়। ভারত কখনোই আগ্রাসী ভূমিকা পালন করেনি। ইতিহাস এর স্বাক্ষ্য দেবে। আমরা একটি শান্তিপ্রিয় জাতি। তাই এটি পাওয়া আমাদের অধিকার।’

মোদি দাবি করেন বর্তমানে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে ভারতীয় সেনাদের অংশগ্রহণই বেশি। ‘প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধেও ভারতীয়রা অংশ নিয়েছিল। এসময় প্রায় ১৪ লাখ ভারতীয় সম্মুখ সমরে অংশ নিয়েছিল। তখন আমরা নিজেদের জন্য লড়াই করিনি। কিন্তু চার বছর ধরে চলা এসব যুদ্ধে আমরা লড়ে গেছি।’

ভারতকে একটি ‘শান্তিপ্রিয় জাতি’ হিসেবে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘ভারত সব সময় শান্তিতে বিশ্বাস করে। ভারত আত্মত্যাগ ও সেবাপরায়ণতার জন্য খ্যাত। আমি পূর্বসুরীদের জন্য গর্ববোধ করি, কারণ তারা আমাদের জন্য এই ঐতিহ্য রেখে গেছেন। বিশ্বসমাজকে এই বিষয়টি বুঝতে হবে এবং ভারতের প্রতি তাদের দৃষ্টিভঙ্গী পরিবর্তন করতে হবে।’

পুরো ভাষণটিই হিন্দিতে দেন নরেন্দ্র মোদি। তিনি ভারতকে একটি ‘অপার সম্ভাবনার দেশ’ হিসেবে আখ্যায়িত করে বলেন, ‘বিশ্ব, ভারতের এই অপার সম্ভাবনাকে বুঝতে পারছে না। আমি এটি অনুধাবনের আহ্বান জানাচ্ছি। আমি চাই তারা যেন এর যোগ্য মর্যাদা দেয়। আর সেই দিন খুব বেশি দূরে নয়।’ একইসাথে ভারতে নিত্য-নতুন প্রযুক্তি ব্যবহার ও বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন মোদি।

admin

Share
Published by
admin

Recent Posts

সুন্দরী বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া: এক অভিনয়ীর সাহসিক পথ

বলিউডের স্বপ্নপূরণে সাহসের চেতনার প্রতীক পরিণীতি চোপড়া। টানা এক দশক ধরে চলচ্চিত্রে অভিনয় করছেন এই…

4 days ago

আমার মতো অনেকেই নিতম্ব দেখেননি : নোরা ফাতেহি

বলিউডের বোম্ব শেল, নোরা ফাতেহি, প্রথমে ছিলেন একজন আইটেম গার্ল। তিনি নাচের মাধ্যমে শুরু করেন…

4 days ago

পাঁচজনের সঙ্গে নেহা’র অতীত জীবন কেমন ছিল!

বলিউডের চলতি প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী নেহা কক্কর। তিনি ১৯৮৮ সালের ৬ জুন উত্তরাখণ্ডে জন্মগ্রহণ করেন।…

4 days ago

তৃতীয় দফায় রাজ্যের চারটি লোকসভা কেন্দ্রে নির্বাচন

তৃতীয় দফায় রাজ্যের চারটি লোকসভা কেন্দ্রে নির্বাচন। মালদা উত্তর, মালদা দক্ষিণ, জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ। এই…

4 days ago

নজরে মুর্শিদাবাদ, মাত্র দুটি কেন্দ্রে ১০০ কোম্পানি?
মুর্শিদাবাদের জন্য আর কি কি সতর্কতা নিচ্ছে কমিশন?

তৃতীয় দফায় ভোট রয়েছে মুর্শিদাবাদে। জঙ্গীপুর ও মর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের ভোটাররা তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ…

4 days ago

অধীরকে গো ব্যাক স্লোগান, কমিশনে নালিশ কংগ্রেসের, জেলা প্রশাসনের কাছে রিপোর্ট তলব

মুর্শিদাবাদের নওদায় তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি শেখ সফিউজ্জামান হাবিবের বিরুদ্ধে কমিশনে অভিযোগ জানালো কংগ্রেস। নওদায়…

4 days ago
https://www.banglaexpress.in/ Ocean code: