মোল্লা জসিমউদ্দিন, বর্ধমানঃ ভারত খ্যাত নাট্যকার সফদর হাসমির স্মরণসভা হল বর্ধমান শহরের পীরহাটা মাঠে। রবিবার সন্ধেবেলায় পাঁচটি লেখক সংঘের পরিচালনায় কয়েকশো কবি – সাহিত্যিক – লেখক উপস্থিত ছিলেন। ‘ হাল্লাবোল ‘ এর রচিতা নাট্যকার সফদর হাসমি এই দিনে দিল্লির রাজপথে লাঠিপেটা হয়ে মারা গিয়েছিলেন পথ নাটিকা চলাকালীন। অভিযোগ কংগ্রেস সমর্থকেরা এই নাট্যকার কে মেরে ছিলেন। ভারতীয় গণনাট্যসংঘ, জনবাদী লেখক সংঘ সহ পাঁচটি লেখক সংগঠনের পরিচালনায় এদিন বর্ধমান শহরের পীরহাটা মাঠে স্মরণ সভাটি হয়। কবিতা – আবৃত্তি গান সহ বক্তব্য পেশ করেন উপস্থিত কবি – লেখকেরা। রীনা কুণ্ডুর সফদর হাসমিকে নিয়ে লেখা কবিতা মুগ্ধ করে রাখে দর্শকদের। একসময়ে বামফ্রন্টের আমলে বড় আকারে দেখা যেত এই স্মরণ সভাটি।
সফদর হাসমি স্মরণ বর্ধমানে
বৃহস্পতিবার,১৬/০৪/২০১৫
445
Loading...
https://www.banglaexpress.in/ Ocean code: