দলছুট হাতির হানায় ক্ষতিগ্রস্থ বর্ধমান, বাঁকুড়া


বৃহস্পতিবার,১৬/০৪/২০১৫
786

মোল্লা জসিমউদ্দিন, বর্ধমানঃ সম্প্রতি এক সকালে দলছুট একটি দামাল হাতির হামলায় বর্ধমানে দুজন আহত হয়েছেন। এছাড়া চারটি গবাদি পশু মারা গেছে। সেই সাথে বোরো ধান চাষে ক্ষতিগ্রস্ত্র হয়েছে খণ্ডঘোষের শাখারি অঞ্চল এলাকায়। দুপুরের দিকে বনদপ্তর এবং স্থানীয় থানার পুলিশ হাতি টি কে তাড়িয়ে দেয়। জানা গেছে হাতিটি বাঁকুড়ার ইন্দাস – মেজিয়া – বড়জোড়া – সোনামুখ এলাকায় ঘোরাঘুরি করছে। স্থানীয় সূত্রে প্রকাশ পরের দিন রাতে একদল দামাল হাতি বর্ধমানের খণ্ডঘোষ থানার চরীকতনপুর – সালুন এলাকায় ঢোকে। বাকী হাতিরা চলে গেলেও একটি দামাল হাতি রয়ে যায়। সে সকালে দিকে হামলা চালায় স্থানীয়দের একাংশের প্রতি। সনাতন মণ্ডল এবং রতন মল্লিক নামে দুজন গ্রামবাসী হাতির আক্রমনে আহত হয়েছেন। তাদের কে ব্লক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়েছে। গত বৃহস্পতিবার রাতে বাঁকুড়ায় থানার রতনপুর গ্রামে একদল হাতির সামনে পড়ে গিয়ে মারা যান সাক্ষী গোপাল মণ্ডল ( ৫২ )। নিহত ব্যক্তি স্থানীয় পঞ্চায়েত সদস্যার স্বামী ছলেন। প্রসঙ্গত বিগত সপ্তাহে বর্ধমানের আউশগ্রাম এমনকি পশ্চিম মঙ্গলকোটের পালিগ্রাম অঞ্চলে হাতির দল হানা দিয়ে ফসলের ক্ষতি করে থাকে। বর্ধমান এবং বাঁকুড়ার জেলায় বিশেষত গ্রামাঞ্চল এলাকায় হাতি নিয়ে চরম আতঙ্ক তৈরী হয়েছে।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট