স্বস্তিকার আপত্তি নেই ঘনিষ্ট দৃশ্যে’র অভিনয়ে


শনিবার,১৮/০৪/২০১৫
817

খবরইন্ডিয়াঅনলাইনঃ        সিনেমায় উত্তেজক দৃশ্য থাকলে অনেকেই তার প্রতি বাড়তি আকর্ষন অনুভব করেন। এধরণের দৃশ্য উপভোগ করেন না এমন দর্শকও খুঁজে পাওয়া মুশকিল। কিন্তু যারা চুম্বন দৃশ্য অথবা খোলামেলা দৃশ্যে অভিনয় করেন তাদের কাছে বিষয়টি অন্য যেকোনো দৃশ্যে অভিনয় করার মতোই স্বাভাবিক। এক্ষেত্রে আলাদা কোনো উত্তেজনা বা সঙ্কোচের জায়গা নেই, স্পষ্ট উক্তি বঙ্গললনা স্বস্তিকার।
আমি ও আমার গার্লফ্রেন্ড সিনেমায় শ্রী-এর শরীরি উষ্ণতা থেকে ব্যোমকেশ বক্সীতে আঙ্গরুবালা আবেদন, টলিউডের এই পাঞ্চালীতে মুগ্ধ সিনেপ্রেমীরা। পর্দায় উত্তেজনার ঝড় তুলতে এই সুন্দরীর জুড়ি মেলা ভার। কিন্তু এমন দৃশ্যে অভিনয় করাটা স্বস্তিকার কাছে বলতে গেলে ডালভাতের মতোই সস্তা। আর পাঁচটা সাধারণ দৃশ্যের মতই তিনি এইসব ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করে থাকেন।

Affiliate Link কলকাতার খবর | Kolkata News

 

সম্প্রতি এক সাক্ষাৎকারে এই নায়িকা জানিয়েছেন, ‘ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করার জড়তা আমার কোনদিন ছিল না। তাছাড়া বাংলায় সিনেমা এখন অনেক সাবালক। সেখানে চুমু বা ঘনিষ্ঠে দৃশ্যে অভিনয় করাটা কোনো ব্যাপারই না।’

 

এই রেশ টেনেই তিনি বলেন, ‘আজকাল পরিচালকরা এমন সর ছবিই বানাচ্ছেন যেখানে যৌনতা স্বাভাবিক ভাবেই জায়গা করে নিয়েছে।’

 

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট