মোল্লা জসিমউদ্দিন, বর্ধমানঃ সম্প্রতি এক দুপুরে কাটোয়ার যাজীগ্রামে ট্রাকের ধাক্কায় মারা গেলেন আশীস মাঝী। নিহতের বাড়ী কাটোয়ার ন নগর গ্রামে। দুর্ঘটনার পর এলাকাবাসীরা ক্ষতিপূরণের দাবি -তে কাটোয়া – বর্ধমান সড়কপথ ঘন্টাখানেক অবরোধ চালান। জেলা পুলিশের ট্রাফিক সূত্রে জানা গেছে বর্ধমান জেলায় মাসিক গড়ে পথ দুর্ঘটনায় মারা যান দশজনের কাছাকাছি। গত শুক্রবার বর্ধমান সদর এলাকায় তেরো জন পুণাথী মারা যান বাস উল্টে। ওই দিনই অপর একটি ঘটনায় দুজন মোটর বাইক আরোহীর মৃত্যু ঘটে। জেলার গুরুত্বপূর্ণ সড়ক রুট গুলিতে ট্রাফিক পুলিশের নজরদারী নেই বললে চলে। দুর্ঘটনা স্থানে কিছুদিন পুলিশি তৎপরতা চোখে পড়ে। গুরুত্বপূর্ণ সড়ক বাঁকগুলি যেমন কাটোয়ার শ্রীখণ্ড ডাক বাংলো মোড়, কেতুগ্রামের চড়কি ব্রিজ ঢুকতে বাঁকটি, মঙ্গলকোটের নূতনহাট বাইপাশ প্রভৃতি সড়ক পথগুলিতে বেপরোয়া যান চলাচলের জন্য হামেশাই দুর্ঘটনা ঘটে থাকে। দাবি উঠেছে বিভিন্ন থানায় কর্মরত সিভিক / ভিলেজ পুলিশদের প্রশিক্ষণ দিয়ে ট্রাফিক কাজে লাগানোর। সেই সাথে মদ্যপ চালকদের চিহ্নিত করণ করে ব্যবস্থা গ্রহণ, ব্যারিকেট দেওয়া যাতে দূরন্ত গতি কিছুটা কমানো যায়।