স্বল্প দৈঘ্য’র ছবি বানিয়ে এশিয়ার মধ্যে ভেলকি দেখালেন বাঙালী পরিচালক!


বুধবার,২২/০৪/২০১৫
927

খবরইন্ডিয়াঅনলাইনঃ ছবিটির বিবরণ এইরকম যে, কৈশোর হোক অথবা যৌবন…। ব্রেকাপ এমন একটা সমস্যা…। যা প্রায় সবার জীবনেই প্রভাব ফেলে থাকে…। অনেক সময় এমন হয় যে, কিছু বুঝে ওঠবার আগেই সম্পর্কটা হঠাৎ করে শেষ হয়ে যায়…। বর্তমান সমাজে ৭০ শতাংশ ব্রেকাপের কারণ নির্দেশ করেই এই স্বল্প দৈঘ্যর ছবি ” প্রি – ক্যাপ “। এই স্বল্প দৈঘ্যর ছবিটি তৈরী করেছেন উদীয়মান বাঙালী পরিচালক মাত্র ২৩ বছরেই তাক লাগিয়েছেন নাম হল অর্জুন ভট্টাচায্য। জলসা এন্টারটেইনমেন্ট-এর প্রযোজনায় মাত্র ৩০ সেকেন্ড এরও কম সময়ে তৈরী এই ছবিটি। এখনও পর্যন্ত এশিয়ার সব থেকে কম সময়ের ছবি বানানোর কৃতিত্ব অর্জুন ভট্টাচায্য’র। নিজের ঝাপিতে তুলে নিয়েছেন এই পরিচালক। সেই কারণে আপনাদের এই উদীয়মান পরিচালকের ছবিটি দেখলে বুঝতে পারবেন। সেই জন্য আপনাদের আসতে হবে ২৬ শে এপ্রিল বাংলা একাডেমি অব্ ফাইন আর্টস-এ ছবিটি মুক্তি পাবার দিনে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট