খবরইন্ডিয়াঅনলাইনঃ টানা কয়েকদিন ধরে নিখোঁজ রয়েছে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের এম.কমের মেধাবী ছাত্র এবং কালনার অধিকার পাড়ার বাসিন্দা অতনু রায়। গত ১৪ এপ্রিল দুপুরে কালনার ভাগিরথী নদীর মহিষমর্দিনী ঘাটে স্নান করতে যায় অতনু। নদীর পাড়ে তার জামাকাপড় এবং সাইকেল পাওয়া গেলেও ছাত্রের কোন সন্ধান পায়নি তার পরিবার। ট্রলার নিয়ে তল্লাসী চালানো হয় পরিবারের তরফে। এরপর কালনা থানায় নিখোঁজের ডাইরী এবং মহকুমা শাসক কে পুত্রের খোঁজ পেতে লিখিত আবেদন জানান অনিমা দেবী। বিষয়টি গুরত্ব সহকারে দেখা হচ্ছে বলে প্রশাসন সূত্রে প্রকাশ।
কালনায় নিখোঁজ ছাত্র
বুধবার,২২/০৪/২০১৫
468
Loading...
https://www.banglaexpress.in/ Ocean code: