খবরইন্ডিয়াঅনলাইনঃ ভূমিকম্পে বিধ্বস্ত নেপালের খবর প্রদর্শনে অসংবেদনশীল এবং পক্ষপাতদুষ্টের অভিযোগ উঠল ভারতীয় সংবাদমাধ্যমের বিরুদ্ধে। রবিবার হ্যাশট্যাগের অধীনে সমালোচনা ঝড় উঠল সোস্যাল মিডিয়ায়। ২৫ এপ্রিল নেপালে রিখটার স্কেলে ৭.৯ তীব্রতা সম্পন্ন ভূমিকম্পে এখনও পর্যন্ত ৭২০০ জনের মৃত্যু হয়েছে। ভারতই প্রথম নেপালের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল। উদ্ধারকাজের দিক থেকে ভারতকে প্রশংসা দেওয়া হলেও প্রতিমুহূর্তের ‘মিডিয়া কভারেজ’ নেপালিদের মধ্যে ক্ষোভের সঞ্চার করেছে। সোস্যাল মিডিয়াকে মঞ্চ করে নিজেদের যাবতীয় ক্ষোভ উগরে দিয়েছেন অনেকেই। গত ৮০ বছরের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর ভূমিকম্পে ভারতীয় সংবাদমাধ্যমের ভূমিকা নিয়ে রবিবার প্রায় দেড় লক্ষ টুইট অভিযোগ আসে। ভারতের শয়ে শয়ে সাংবাদিক নেপালে গিয়ে সংবাদ সংগ্রহে জুটেছেন। এই ভয়াবহ ঘটনার পিছনে আরও কত বিষণ্ণতা, দুঃখ, বেদনা লুকিয়ে রয়েছে, তা নিয়ে দেশের বিভিন্ন প্রান্তের মানুষদের কাছে খবর পৌছে দিচ্ছেন।
Auto Amazon Links: No products found.