নারী আকৃষ্ট হন বিবাহিত পুরুষে

  খবরইন্ডিয়াঅনলাইনঃ    বিবাহিত পুরুষের প্রতি নারীর আকর্ষণ চিরকাল। তবে বিবাহিত পুরুষের প্রতি আকর্ষণের ফলাফলটা খুব একটা প্রীতিকর নয়। এতে নারীর মানসিক যন্ত্রণাই বেড়ে চলে। এতে নারীর চরিত্রেই কলঙ্ক লাগে। তবে বিবাহিত বলেই যে কোনো পুরুষের প্রতি একজন নারীর আকৃর্ষণ জন্মাতে পারে না এমন কোনও কথা নেই। কিন্তু বিবাহিত পুরুষ হলে একটা বাধা তো থেকেই যায়। এসব ক্ষেত্রে খুব কম সময়ের মোহ বা জীবন উপভোগের সুযোগ থাকলেও ভবিষ্যতে ভালো কিছু হয়না। এই কারণেই নারীদের পাশে দাঁড়িয়েছেন বিশেষজ্ঞরা। বিবাহিত পুরুষের প্রতি আকর্ষণ বোদ করলে কি করবেন নারীরা সেই টিপসই রইল আপনাদের জন্য।

আকর্ষণ সহজাত প্রবৃত্তি থেকেই আসে। পরিচিত হোক বা অপরিচিত বিবাহত পুরুষের প্রতি আকর্ষণ জন্মাতেই পারে। কিন্তু তাই বলে মনের আবেগকে রোমিও-জুলিয়েটের মতো নাটকীয় করে তুলবেন না। তার চেয়ে মনে করুন, বিবাহিত পুরুষের এই আকর্ষণ শুধুই একটা মোহ। অবিবাহিত কোনও পুরুষ আপনার জীবনে আসলেই আপনার এই ক্ষণিকের মোহ ভেঙে যাবে।

ধরে নেওয়া গলে আপনি এমন এক বিবাহিত পুরুষের প্রেমে পড়েছেন যিনি স্মার্ট, হ্যান্ডসাম, ভদ্র। ঠিক যেমন আপনি চান তেমনই। কিন্তু ওই মানুষটি যে আপনার নয় এটা আপনাকে বুঝতে হবে। কারণ তাকে আপনি যতই ভালবাসুন না কেন, প্রতিদানে তার কাছ থেকে আপনি কিছুই পাবেননা।

এমন কিছু পুরুষ রয়েছেন যারা বিয়ের পরেও অন্য নারীর সঙ্গে বা প্রাক্তন প্রেমিকার সঙ্গে প্রেমের সম্পর্ক বজায় রাখতে চান। এক্ষেত্রে তারা স্ত্রীর সামনে নিজেরে আদর্শ স্বামী হিসেবে পরিচয় দেন। কিন্তু অন্যদিকে কোনও নারীর সামনে নিজেকে অসুখী প্রমাণ করে তার কাছ থেকে ভালোবাসা আদায় করতে চান। কিন্তু তিনি একই সঙ্গে নিজের বিবাহিত জীবন থেকে পিছু হাঁটতে চাইবেন না। এক্ষেত্রে নিজের মাথা ঠান্ডা রাখুন। ভেবে দেখুন, যে নারী তাকে বিয়ে করেছেন তিনি তার জীবনে কতটা ঠকেছেন। এক্ষেত্রে আপনার নিজেকে ভাগ্যবতী মনে করা উচিত যে ওই মহিলার জায়গায় আপনি নেই।

একজন পুরুষ বিয়ের পরও যদি অন্য নারীর সঙ্গে সম্পর্ক বজায় রেখে চলেন তবে বুঝে নিতে হবে তার চরিত্রটাই এমন। আপনি তার কাছে কেবলও অন্য এক নারী। আপনি তার জীবনে প্রধান নন। আপনি না থাকলেও অন্য এক নারী আপনার জায়গা যখন তখন নিয়ে নিতে পারে। তাই নিজেরে টেকেন ফর গ্রান্টেডের জায়গা থেকে সড়িয়ে আনুন।

আপনাকে খুশি রাখান জন্য বিবাহিত পুরুষটি হয় নানা ধরণের উপহার, বা মনভোলানো কথা হয়ত বলবেন। কিন্তু কথা শুনেই গলে যাবেন না। কারণ এতে তিনি আরও সুযোগ পেয়ে যাবেন। এক্ষেত্রে ভেবে দেখুন যে পুরুষ নিজের স্ত্রী সঙ্গে প্রতারণা করতে পারেন, তিনি একদিন আপনাকেও প্রতারিত করতে পারেন। সুরতাং আপনি তাকে অবহেলা করুন। তিনি যদি ব্যক্তিত্ববান হন তবে তিনি আপনার পথ থেকে সড়ে দাঁড়াবেন। তবে এতেও যদি তিনি না বদলান তবে বুঝে নিতে হবে তিনি আপনাকে নিজের শিকার বানাতে চান।

যে বিবাহিত পুরুষকে আপনি খুব একটা বেশি চেনেন না তাকে যে আপনার ভালো লাগছে। কিন্তু ওই মানুষটি নিজেকে যেমন ভাবে প্রদর্শন করেন তিনি আদৌ সেকরম কিনা সে বিষয়ে আপনি নিশ্চিত নন। সেকারণেই আপনি তাকেই সেরা পুরুষের তকমা দিতে পারেন না। সেকারণেই তাকে চেনার পিছনে নিজের সময় ব্যয় না করে নিজের মনের মানুষটিকে খুঁজুন।

বিবাহিত পুরুষের প্রেমে পরা একেবারেই অপরাধ নয়। কিন্তু যদি এমন হয় যে আপনার কেবল বিবাহিত পুরুষই ভালো লাগে তবে সেক্ষেত্রে চিন্তার বিষয় রয়েছে। এক্ষেত্রে নিজের বিবেকের সঙ্গে বোঝাপড়া করুন। কি কারণে আপনার এমন মনে হয় সেটা খুঁজে বের করুন। নিজের কাছে নিজের মনভাবকে আগে পরিষ্কার করুন।

admin

Share
Published by
admin
  • https://www.banglaexpress.in/ Ocean code:

Recent Posts

কুণাল ঘোষকে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক পদ থেকে সরিয়ে দিল রাজনীতির অবসান বা শুরু?

রাজনীতির সময়ে অনেক সময় আসে যখন সাধারণভাবে একজন রাজনৈতিক কর্মীর কাছে এক পদ দিয়ে দেওয়া…

10 hours ago

রজনীকান্ত এবার সবচেয়ে বেশি পারিশ্রমিক নিয়ে সব রেকর্ড ভেঙে দিলেন

তিনি ভারতীয় তামিল চলচ্চিত্রের মহাতারকা রজনীকান্ত। শুধু তামিল ভাষাতেই হিন্দি, তেলেগু, কন্নড় ও ইংরেজি ভাষার…

15 hours ago

নির্মাতা অনিরুদ্ধ’র আরেকটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন জয়া

কলকাতার নির্মাতা অনিরুদ্ধ রায়চৌধুরী পরিচালিত ‘কড়ক সিং’ নামের হিন্দি ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয়েছে বাংলাদেশী…

15 hours ago

বলিউড ডিভা শিল্পা শেঠির সম্পত্তির সম্পত্তি বাজেয়াপ্তি: সন্তানসহ মুম্বাই ছেড়ে প্রত্যাবর্তন

বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রা তার আর্থিক মুদ্রার এক ধারালো নিয়ে সম্পত্তি বাজেয়াপ্তি…

15 hours ago

পাওলি দাম: বাংলাদেশের চলচ্চিত্র এক নতুন প্রতিভার আবির্ভাব

বাংলাদেশের চলচ্চিত্র শৃঙ্খলা সম্পর্কে আলোচনা করা যেতে পারে অল্প বা মাঝামাঝি হয়ে যাওয়া একটি বিষয়।…

15 hours ago

কুরুচিকর ভাষার প্রতিযোগিতা বন্ধে কমিশনের চিঠি প্রধান প্রধান রাজনৈতিক দলগুলিকে

দেশ জুড়ে নির্বাচনী প্রচারে ঝড় বইছে। সেই সঙ্গে সমানতালে চলছে একে অপরকে আক্রমণের পালা। পক্ষ…

18 hours ago
https://www.banglaexpress.in/ Ocean code: