খবরইন্ডিয়াঅনলাইনঃ আবার ভূমিকম্পয় কাঁপল পশ্চিমবঙ্গ সহ পূর্ব ও উত্তর ভারতের বিভিন্ন জায়গায় প্রবল কম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৪। নেপালের ঘটনা ‘তুচ্ছ’, ‘গ্রেট হিমালয়ান ভূমিকম্প’ আসা এখনও বাকি, বলছেন বিজ্ঞানীরা এদিন দুপুর ১২ টা ৩২ মিনিট নাগাদ নেপালের কাঠমাণ্ডুতে এই ভূমিকম্প অনুভূত হয়। তার জেরে কলকাতা সহ ভারতের দিল্লি, ঝাড়খণ্ড, বিহার, উত্তরপ্রদেশ সহ একাধিক রাজ্যে কম্পন অনুভব করেছেন মানুষ। এই রাজ্যে শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি, মালদা সহ উত্তরবঙ্গ ও কলকাতায় প্রবল কম্পন টের পান মানুষ। এদিনও শহরে কাজে-কর্মে বের হওয়া মানুষ অফিস বিল্ডিং থেকে বেরিয়ে কলকাতার রাস্তায় নেমে আসেন। বড় বড় বিল্ডিংগুলি দ্রুত খালি করে দেওয়া হয়। সবার চোখেমুখে সেই একই আতঙ্ক গ্রাস করেছিল। জানা গিয়েছে, কলকাতা হাইকোর্ট ও মেট্রো পরিষেবাও বন্ধ করে দেওয়া হয়েছে। যারা বাড়িতেই ছিলেন তারাও প্রবল দুলুনি অনুভব করেছেন। ভয়ের চোটে মানুষ রাস্তায় নেমে এসেছেন।