২৬ মে ট্যাক্সি ধর্মঘট


শুক্রবার,১৫/০৫/২০১৫
456

 খবরইন্ডিয়াঅনলাইনঃ    ২৬ মে ট্যাক্সি ধর্মঘটের ডাক দিল বেঙ্গল ট্যাক্সি অ্যাসোশিয়েশন সহ তিনটি ট্যাক্সি সংগঠন। লাক্সারি ট্যাক্সির পারমিটের ক্ষেত্রে বিভিন্ন অনিয়মের প্রতিবাদ জানিয়ে এই ধর্মঘটের সিদ্ধান্ত ধর্মঘটি সংগঠনগুলির। বেঙ্গল ট্যাক্সি অ্যাসোশিয়েশনের সাধারণ সম্পাদক বিমল গুহ শুক্রবার সাংবাদিক সম্মেলন করে জানান পরিবহন দপ্তর পিছনের দরজা দিয়ে পারমিট দিচ্ছে।  সাড়ে তিন হাজার লাক্সারি ট্যাক্সি পারমিট পেয়েছে। প্রতি সপ্তাহে ১২০০ গাড়ি পারমিট পাচ্ছে বলে অভিযোগ তার। আর এই পারমিট দেওয়ার ক্ষেত্রেও অর্থের বিনিময় হচ্ছে বলে অভিযোগ করেন বিমলবাবু। লাক্সারি ট্যাক্সির  পারমিটের ফলে তাদেরকে সংকটের মুখোমুখি হতে হচ্ছে। পরিবহন দপ্তরের কর্তাদের এই অনিয়ম বন্ধ করার দাবিতেই তাদের ট্যাক্সি ধর্মঘটের সিদ্ধান্ত বলে জানিয়েছেন বিমল গুহ। একদিনের ধর্মঘটে কাজ না হলে লাগাতার ধর্মঘটেরও হুশিয়ারী দিয়েছেন তিনি.

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট