ক্রিকেট বোর্ডের দায়িত্ব পেতে পারেন শচীন, সৌরভ ও দ্রাবিড়

খবরইন্ডিয়াঅনলাইনঃ   ক্রিকেট বোর্ড আগামী ২৪ মে নতুন প্রজন্মের ক্রিকেট কমিটি ঘোষণা করবে। ব্যতিক্রম হতে যাচ্ছে এবারের ক্রিকেট কমিটি। নতুন কমিটিতে গাভাস্কারদের প্রজন্ম নেই, আছে সৌরভ-প্রজন্ম। তিনটি নামই ঘুরেফিরে থাকছে কমিটির জন্য। শচীন। সৌরভ। রাহুল।

 

নবীন সদস্যরা যে শর্ত দিয়েছেন, তারা শুধু থাকতে চান না। পারফর্ম করতে চান। আর পারফরম্যান্সের জন্য তাদের চাই ক্ষমতা। শূন্যস্থান পূরণ করার জন্য গদিতে বসতে তারা রাজি নন। শোনা যাচ্ছে জগমোহন ডালমিয়ার বোর্ড সেই শর্ত মেনে নিচ্ছে। তিন সদস্যের কমিটির ওপরই  ক্রিকেট পরিচালনার দায়িত্ব তারা ছেড়ে দিতে চায়।

 

যদি এই পরিকল্পনা অনুযায়ী সত্যি কাজ হয়, তাহলে মহেন্দ্র সিংহ ধোনির নিরঙ্কুশ আধিপত্য যে থাকবে না, সেটা দিনের আলোর মতো পরিষ্কার। এমনকি কমিটি নিয়োগের ব্যাপারেও ধোনির সঙ্গে কেউ কথা বলার প্রয়োজন মনে করছে না।

 

তবে অধিনায়কের পদ থেকে ধোনি অপসারিত হচ্ছেন না। যে অপসারণের কালো মেঘ ঢেকে ফেলেছে তার টিম ডিরেক্টরকে। ডিরেক্টর পদটাই তুলে দেয়ার কথা হচ্ছে। সেক্ষেত্রে রবি শাস্ত্রীর অপসারিত হওয়া ছাড়া কোনো পথ খোলা থাকবে না।

 

ক্রিকেটমহলে এই মর্মে খবর রটে যাওয়ায়, রীতিমতো বিস্ময়ের সৃষ্টি হয়েছে। টিম ধোনিকে ইংল্যান্ড টেস্ট সিরিজের অন্ধকার থেকে টেনে তুলেছিলেন শাস্ত্রী। ইংল্যান্ডের ওয়ানডে সিরিজ জেতানোর মুখ্য ভূমিকা নেয়া ছাড়াও বিরাট কোহলির মতো মহাতারকা ব্যাটসম্যানকে ফর্মে ফেরানোর গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়া, বিশ্বকাপে সেমিফাইনালে পৌঁছানো-সবকিছুর পেছনেই শাস্ত্রীর দীর্ঘকায় অবয়ব ছিল। তার জমানায়  ২১ ওয়ানডের মধ্যে ১৭টি জিতেছে। আর অস্ট্রেলিয়া বিশ্বকাপে আট ম্যাচে সাত। তবু শাস্ত্রীর বিরুদ্ধে বোর্ড কর্তাদের ক্ষোভ তীব্র থেকে তীব্রতর হয়ে রয়েছে।

 

শাস্ত্রীর বিরুদ্ধে প্রধান অভিযোগ, তিনি শ্রীনিবাসনের লোক। শাস্ত্রীকে তাই নতুন বোর্ডের মাথারা বিশ্বাস করতে পারছেন না। ব্যতিক্রম সচিব অনুরাগ ঠাকুর। তিনি মনে করেন, শাস্ত্রীর জন্য এখনও কোনো একটা জায়গা রাখা উচিত। নতুন পরামর্শদাতা কমিটি আরও ব্যতিক্রমী হতে যাচ্ছে এ জন্য যে, একই কাজ তিনজনকে দিয়ে করানো হবে না। দায়িত্ব ভাগ ভাগ করা থাকবে। লক্ষ্য হল, কোথাও যেন ওভারল্যাপিং না হয়।

 

রাহুল দ্রাবিড়কে যেমন ভাবা হচ্ছে  অনূর্ধ্ব-১৯ দল আর জাতীয় ক্রিকেট একাডেমির দায়িত্বভার বহনের জন্য। সিনিয়র টিমের সঙ্গে জুনিয়র টিমের যোগাযোগ রাখবেন দ্রাবিড়। শচীন-সৌরভ-রাহুল অ্যাডভাইজরি কমিটিতে চূড়ান্ত হওয়ার দিকে। সৌরভ গাঙ্গুলীর ভূমিকা অনেকটা হাই পারফরম্যান্স ম্যানেজারের আদলে, যা অস্ট্রেলিয়ান ক্রিকেটে আছে।  ক্রিকেটে কেউ স্বপ্নেও কখনও ভাবেনি।

admin

Share
Published by
admin
  • https://www.banglaexpress.in/ Ocean code:

Recent Posts

কুণাল ঘোষকে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক পদ থেকে সরিয়ে দিল রাজনীতির অবসান বা শুরু?

রাজনীতির সময়ে অনেক সময় আসে যখন সাধারণভাবে একজন রাজনৈতিক কর্মীর কাছে এক পদ দিয়ে দেওয়া…

18 hours ago

রজনীকান্ত এবার সবচেয়ে বেশি পারিশ্রমিক নিয়ে সব রেকর্ড ভেঙে দিলেন

তিনি ভারতীয় তামিল চলচ্চিত্রের মহাতারকা রজনীকান্ত। শুধু তামিল ভাষাতেই হিন্দি, তেলেগু, কন্নড় ও ইংরেজি ভাষার…

22 hours ago

নির্মাতা অনিরুদ্ধ’র আরেকটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন জয়া

কলকাতার নির্মাতা অনিরুদ্ধ রায়চৌধুরী পরিচালিত ‘কড়ক সিং’ নামের হিন্দি ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয়েছে বাংলাদেশী…

22 hours ago

বলিউড ডিভা শিল্পা শেঠির সম্পত্তির সম্পত্তি বাজেয়াপ্তি: সন্তানসহ মুম্বাই ছেড়ে প্রত্যাবর্তন

বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রা তার আর্থিক মুদ্রার এক ধারালো নিয়ে সম্পত্তি বাজেয়াপ্তি…

23 hours ago

পাওলি দাম: বাংলাদেশের চলচ্চিত্র এক নতুন প্রতিভার আবির্ভাব

বাংলাদেশের চলচ্চিত্র শৃঙ্খলা সম্পর্কে আলোচনা করা যেতে পারে অল্প বা মাঝামাঝি হয়ে যাওয়া একটি বিষয়।…

23 hours ago

কুরুচিকর ভাষার প্রতিযোগিতা বন্ধে কমিশনের চিঠি প্রধান প্রধান রাজনৈতিক দলগুলিকে

দেশ জুড়ে নির্বাচনী প্রচারে ঝড় বইছে। সেই সঙ্গে সমানতালে চলছে একে অপরকে আক্রমণের পালা। পক্ষ…

1 day ago
https://www.banglaexpress.in/ Ocean code: