প্রেসিডেন্টর পদত্যাগের দাবিতে বিক্ষোভ গুয়েতেমালায়


রবিবার,১৭/০৫/২০১৫
727

খবরইন্ডিয়াঅনলাইনঃ     গুয়েতেমালায় প্রেসিডেন্ট অট্টো প্যারেজের পদত্যাগের দাবিতে হাজার হাজার লোক রাস্তায় বিক্ষোভ করছে। দুর্নীতির অভিযোগের কারণে শনিবার গুয়েতেমালা সিটির রাস্তায় নেমে জনগণ তার পদত্যাগ দাবি করে।
এদিকে দুর্নীতির কেলেংকারিতে জড়িত থাকায় দেশটির ভাইস প্রেসিডেন্ট রোক্সানা বালদেতি গত ৮ মে পদত্যাগ করেন।
গত মাসে দেশটির কৌঁসুলিরা শুল্ক খাতে ঘুষ কেলেংকারির বিষয়টি জানতে পারে এবং জাতিসংঘ দলের তদন্তে বালদেতির সহযোগিতায় কর কর্মকর্তারা এ কাজ করে বলে উল্লেখ করা হয়।
কিন্তু প্যারেজ বিষয়টিকে এড়ানোর চেষ্টা করেন এবং বলেন, রাষ্ট্রীয় কৌঁসুলিদের সহায়তায় জাতিসংঘ এ তদন্ত চালায়.

 

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট