বিখ্যাত অভিনেত্রী সুধা শিবপুরী প্রয়াত হলেন


বুধবার,২০/০৫/২০১৫
646

খবরইন্ডিয়াঅনলাইনঃ     ‘কিউ কি সাঁস ভি কভি বহু থি’-র ‘বা’ ওরফে সুধা শিবপুরী, দীর্ঘদিন অসুস্থ থাকার পর আজ মৃত্যু হয় তাঁর। আজ, বুধবার ওষিওয়াড়া শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। খুব অল্প বয়সে মাত্র ৮ বছর বয়য়ে অভিনয় শুরু করেন সুধা শিবপুরী। কিন্তু কিউ কি… ধারাবাহিকে বা হিসাবে যে জনপ্রিয়তা ও দর্শকের ভালবাসা পেয়েছিলেন সুধা তা ছিল আকাশ ছোঁয়া। কতজনই বা তাঁকে সুধা নামে চিনতেন। ২০০০ সালে ঘরে ঘরে পরিচিত নাম বা বলা ভাল পরিবার সদস্য হয়ে উঠেছিলেন বা। ১৯৬৮ সালে ওম শিবপুরীকে বিয়ে করেন তিনি। এর পরেও দিল্লি থিয়েটারে কাদ করতে থাকেন তিনি। এই দম্পতির একটি থিয়েটার দল ছিল দিশান্তর। আচ্ছে আধুরে, তুঘলঘ, খামোশ-আদালত জারি হ্যায়-র মতো একাধিক নাটক মঞ্চস্থ করেছে এই দল। ১৯৭৪ সালে মুম্বইয়ে চলে আসেন তিনি। ১৯৭৭ সালে বাসু চট্টোপাধ্যায়ের ‘স্বামী’ ছবিতে অভিনয় করে বলিউডে পা রাখা। এছাড়াও হামারি বহু অলকা, ইনসাফ কি তরাজু, বার্নিং ট্রেন, বিধাতা, মায়া মেমসাব-এ মতো ছবিতে অভিনয় করেছেন। এর পরে বড় পর্দা থেকে অবসর নিয়ে টেলিভিশনে কাজ করতে শুরু করেন তিনি। আ বয়েল মুঝে মার, রজনী-র মতো ধারাবাহিকে অভিনয় শুরু করেন তিনি। ১৯৯০ সালে স্বামী ওম শিবপুরীর প্রয়াণ হয়। এর পরেও অভিনয় বজায় রাখেন সুধা। কিউকি… ছাড়াও শিশে কে ঘর, ওয়াক্ত কা দরিয়া, দামান, সন্তোষী মা, ইয়ে ঘর, কসম সে, হ্যায় মেরা দিল .

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট