সাহসী নারীকে পুরস্কার দিল যুক্তরাজ্যের আদালত


শনিবার,২৩/০৫/২০১৫
879

  খবরইন্ডিয়াঅনলাইনঃ   যৌন হয়রানির বিরুদ্ধে রুখে দাঁড়াতে বক্সিং ব্যবহার করায় এক নারীকে ৫০০ পাউন্ড পুরস্কার দেওয়া হয়েছে।

Affiliate Link কলকাতার খবর | Kolkata News

সম্প্রতি যুক্তরাজ্যের গ্লাউসেস্টার আদালত এ পুরস্কার দেয়।

আদালত সুত্রে জানা গেছে, গত বছরের ৩১ আগস্ট বেলা ২টায় এক নারী তার শেলটেনহাম শহরের বাড়ি যাচ্ছিলেন। এসময় মার্ক উইলিস (৩৯) তার উপর ঝাঁপিয়ে পড়লে সে ছুটে আসার চেষ্টা করে। কিন্তু বারবার চেষ্টায় তাকে ধরে ফেলে উইলিস। তারপর বাগানের মধ্যে ফেলে দিয়ে ওই নারীর উপরে চড়ে বসেন তিনি। এসময় তাকে শান্ত থাকতে বলেন উইলিস এবং বলে আমি যা বলব তা কর। কিন্তু তার সাথে যৌন কাজ করতে সে ভুল নারীকে বেছে নেয়।

পরে রুখে দাঁড়ায় ওই নারী।জীবনের ঝুঁকি নিয়ে নেমে পড়েন মরণযুদ্ধে। শুরু হয় দুজনেরর মধ্যে পাল্টাপাল্টি আক্রমণ। উইলিস তার মুখে আঘাত করে এবং পোশাক ধরে টানাটানি শুরু করে। এক পর্যায়ে একের পর এক বক্সিংয়ে উইলিসকে কুপোকাত করে ফেলেন ওই নারী।

এ ঘটনায় উইলিসকে আদালত দোষী সাব্যস্ত করলেও যৌন নির্যাতন অস্বীকার করে আসছেন তিনি। এর রায়ের পরবর্তী দিন ধার্য করা হয়েছে।

বিচারক উইলিয়াম হার্ট বলেন, সবাই তার সাহসিকতার প্রশংসা করেছে। এজন্যই তাকে এ পুরস্কার দেওয়া।

ওই নারী বলেন, বিচারকের এ পুরস্কারে অনেক অভিভূত হয়েছি। এরকম কোনো স্বীকৃতি পাবো তা বিশ্বাস করিনি।তবে উইলিসের চূড়ান্ত শাস্তি দেখতে চাই।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট