বর্ধমানে গরমে মৃত্যু হল রুস্তম সেখের


রবিবার,২৪/০৫/২০১৫
576

 খবরইন্ডিয়াঅনলাইনঃ        বর্ধমানে তীব্র গরমে     জেলাজুড়ে মৃতের সংখ্যা দাঁড়ালো চার। আজ সকালে কারখানাতে কাজ করতে গিয়ে অতিরিক্ত গরমে মৃত্যু হয় রুস্তম সেখের, বয়স ৪৩। রুস্তমের বাড়ি বর্ধমানের ভাতার থানার বামসোর গ্রামে। আজ সকালে মৃত রুস্তম তাঁর কর্মস্থল শ্যামপ্রো কম্পানিতে কাজে যোগ দিতে যায়। সেখানে মূলত ষ্টীলে গলানোর কাজ হয়। ওই গরমে কাজ করতে করতে হঠাৎ অসুস্থ বোধ করেন রুস্তম। সমকর্মীরা জানান, মাথা ঝিম ঝিম করছে বলে জল খেতে গিয়ে মাটিতে লুটিয়ে পরে সে। এরপর তাঁকে বর্ধমান মেডিকেল কলেজে নিয়ে আশা হলে ডাক্তাররা তাঁকে মৃত বলে ঘোষণা করে। ময়নাতদন্তের রিপোর্ট এখনও হাতে না এলেও মাত্রাতিরিক্ত গরমেই রুস্তমের মৃত্যু হয়েছে বলেই ধারনা চিকিৎসকদের। আকস্মিক এই খবরে দিশেহারা রুস্তমের স্ত্রী

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট