বিকাশ সাহাঃ ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের আর্থিক সহযোগিতায় উত্তর দিনাজপুর জেলার বিচিত্রা নাট্য সংস্থার পরিচালনায় রবিবার সন্ধ্যা থেকে শুরু হল ‘সপ্তবর্ণা নাট্যোৎসব’ । রবিবার সন্ধ্যায় কালিয়াগঞ্জ নজমু নাট্য নিকেতন মঞ্চে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে সপ্তবর্ণা নাট্যোৎসবের শুভ উদ্বোধন করেন রায়গঞ্জের ছন্দম নাট্য সংস্থার পরিচালক শুধাংসু দে। ৭ দিন ব্যাপী চলা এই নাট্য উৎসবে দেশ বিদেশের বিভিন্ন নাট্য সংস্থাগুলির নাটক মঞ্চস্ত হবে নজমু নাট্য নিকেতন মঞ্চে। রবিবার সন্ধ্যা ৭ টায় কোলকাতার রঙরূপ নাট্য সংস্থা প্রযোজনা “মায়ের মত” নাটক মঞ্চস্ত হয়। এই নাটকটির নাট্যকার মোহিত চট্টোপাধ্যায়, নির্দেশনায় ছিলেন সীমা মুখোপাধ্যায়। সোমবার সন্ধ্যায় রঙরূপের “অধরা মাধুরী” নাটক মঞ্চস্ত হবে। মঙ্গলবার শিলিগুড়ির থিয়েটার অ্যাকাডেমির নাটক “বনরাজ” , বুধবার কোলকাতার নবময়ুখ নাট্য সংস্থার নাটক “পরিচিতি”, বৃহস্পতিবার জলপাইগুড়ির কলাকুশলীর নাটক “ভোকাট্টা” ও কোচবিহারের ইন্দ্রায়ুধ নাট্য সংস্থার নাটক “শেষ শিক্ষা”, শুক্রবার বহরমপুরের ঋত্বিক নাট্য সংস্থার “আদি রাজা” নাটক মঞ্চস্ত হবে। শনিবার নাট্যোৎসবের শেষ দিনে মঞ্চস্ত হবে বাংলাদেশের নাট্য সংস্থা আমাদের থিয়েটারের নাটক “প্রাগৈতিহাসিক”। বিচিত্রা নাট্য সংস্থার ৫০ বছর পূর্তি উপলক্ষে সারা বছর ধরে বিভিন্ন সময় নাট্যোৎসবের আয়োজন করায় আপ্লুত জেলার নাট্যপ্রেমী মানুষজন।
উত্তর দিনাজপুরে নাট্য উৎসব শুরু হল
রবিবার,২৪/০৫/২০১৫
590
Loading...
https://www.banglaexpress.in/ Ocean code: