খবরইন্ডিয়াঅনলাইনঃ আইপিএল-এ শুরুটা ভাল না হলেও শেষটা একেবারে ফটো ফিনিশ করল মুম্বই ইন্ডিয়ানস। চেন্নাই সুপার কিংসকে হারিয়ে অষ্টম আইপিএল-এর চ্যাম্পিয়ন হল রোহিত বাহিনী। আইপিএল-এর ফাইনালের শেষে প্রতিবছরই বিভিন্ন পুরস্কার বিতরণ করা হয়ে থাকে। এবারও তা হয়েছে। কলকাতা ইডেন গার্ডেন্সে রোহিত শর্মা নেতৃত্বাধীন মুম্বই ইন্ডিয়ানস ধোনির চেন্নাই সুপার কিংসকে ৪১ রানে বাজিমাত দিয়েছে। টসে হেরেও প্রথমে ব্যাট করে ২০ ওভারে ২০২/৫ রান তোলে মুম্বই। যদিও রান তাড়া করতে নেমে ২০ ওভারের শেষে ১৬১/৮ রানেই থামতে হয় সিএসকে-কে।
২০১৫ আইপিএল চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স
সোমবার,২৫/০৫/২০১৫
514
Loading...
https://www.banglaexpress.in/ Ocean code: