খবরইন্ডিয়াঅনলাইনঃ অর্পিতা খান ও আয়ুষ শর্মার জাঁকজমকপূর্ণ রিসেপশন অনুষ্ঠান সম্পন্ন হল মান্ডিতে। কিন্তু এই অনুষ্ঠানের হাইলাইট কিন্তু ছিলেন অর্পিতার দাদা সলমন খানই। হিমাচল প্রদেশে চপার থেকে নামার পর থেকেই ভক্তদের ভালবাসার ঢেউয়ে ভেসেছেন বলিউডের দাবাঙ্গ খান। এদিনের অনুষ্ঠানে একমাত্র সলমনই ছিলেন যিনি আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন। এমননকী যাদের নিয়ে এই অনুষ্ঠান সেই অর্পিতা-আয়ুষও যেন সলমনের ছায়ায় ঢেকে গিয়েছিলেন। এদিন নিজের কথা দিয়ে সবার মন জয় করে নিলেন সল্লুভাই। বললেন, “আমি এখানে এসেছি আমার বোনকে আপনাদের হাতে তুলে দিতে। ও শুধু আমার বোন নয়, আমার প্রানও বটে।” “আমি শুনেছি হিমাচলের মানুষ খুব ভাল। ঠিক একইরকম ভাল মান্ডির। চারিদিকে এত ভাল মানুষ দেখে আমি আপ্লুত। এখন হিমাচল ও মান্ডির মানুষের সঙ্গে আমার আত্মীয়তা শুরু হয়ে গেল। আমার পক্ষে যতটা সম্ভব আমি আপনাদের জন্য করব।”