আগুন নেভাতে যাবার পথে দুর্ঘটনার জেরে মারা গেলেন দমকলের ইঞ্জিনের চালক


শুক্রবার,২৯/০৫/২০১৫
475

বিকাশ সাহাঃ   আগুন নেভাতে যাবার পথে শুক্রবার দুপুরে দমকলের একটি ইঞ্জিন নিয়ন্ত্রন  হারিয়ে উল্টে গেলে ঘটনাস্থলেই মারা যায় ইঞ্জিনের চালক। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের রসিদপুর মোড় এলাকায়। এদিন কালিয়াগঞ্জ ব্লকের অন্তর্গত দেহাবন্দ এলাকায় আগুন লাগার খবর পেয়ে কালিয়াগঞ্জের দমকলের একটি ইঞ্জিন ধনকৈল হয়ে দেহাবন্দের উদ্দেশ্যে যাচ্ছিল। কালিয়াগঞ্জের রসিদপুর এলাকায় একটি বাঁক ঘোরার সময় দমকলের ঐ ইঞ্জিনের সামনে চলে আসে এক সাইকেল আরোহী। সেই সাইকেল পেল লাল সরকারকে ( ৭০) বাঁচাতে গিয়ে দমকলের গাড়ি নিয়ন্ত্রন হারিয়ে উল্টে যায়। ঘটনাস্থলেই মারা যায় দমকলের গাড়ির চালক দিলিপ ঠাকুর মহাপাত্র ( ৪৬)। তাঁর বাড়ি বাঁকুড়ার সিমলাপাল এলাকায়। এই দুর্ঘটনার জেরে সাইকেল আরোহী ও আরও পাঁচ দমকল কর্মী আহত হয়। তাঁদের উদ্ধার করে কালিয়াগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে স্থানীয় মানুষজন। ঘটনার খবর পেয়ে কালিয়াগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে ছুটে আসে। আহত দুই জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের রায়গঞ্জ জেলা হাসপাতালের স্থানান্তরিত করা হয়। রায়গঞ্জ জেলা হাসপাতালে মৃতদেহ ময়নাতদন্তে পাঠায় কালিয়াগঞ্জ থানার পুলিশ।  দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষন যান চলাচল বন্ধ হয়ে পরে।  পুলিশি হস্তক্ষেপে যান চলাচল স্বাভাবিক হয়।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট