উত্তর দিনাজপুর জেলার রেল ষ্টেশনগুলি পরিদর্শনে এসে রায়গঞ্জ রেল ষ্টেশনের হাল দেখে ক্ষুব্ধ হন কাটিহার ডিভিশনের ডি আর এম


শনিবার,৩০/০৫/২০১৫
680

বিকাশ সাহাঃ    উত্তর দিনাজপুর জেলার রেল ষ্টেশনগুলি পরিদর্শনে এলেন কাটিহার ডিভিশনের ডি আর এম উমাশঙ্কর সিং যাদব। শনিবার সকালে বিশেষ ট্রেনে রায়গঞ্জ রেল ষ্টেশনে এসে ষ্টেশনের হাল দেখে ক্ষুব্ধ ডি আর এম রায়গঞ্জ ষ্টেশনের সাফায়ের দায়িত্ব প্রাপ্ত এজেন্সির কর্ণধার গৌতম ভট্টাচার্যকে ১০ হাজার টাকা জরিমানা করেন। এরপর ঝাড়ু হাতে রায়গঞ্জ ষ্টেশন সাফায়ের কাজে নেমে পড়েন ক্ষুব্ধ ডি আর এম। এদিন ডি আর এমের সঙ্গে সাক্ষাৎ করেন রেলের জেলা পরামর্শদাতা তথা উত্তর দিনাজপুর প্রেস ক্লাবের সম্পাদক অলিপ মিত্র। তিনি রাধিকাপুর থেকে কোলকাতা গামী প্রতিদিন সকালের একটি ট্রেনের দাবী জানান। তা এখনই সম্ভব না হলে অন্ততপক্ষে শতাব্দী এক্সপ্রেসের সঙ্গে রাধিকাপুর বারসই একটি লিঙ্ক ট্রেনের দাবী জানালে ডি আর এম তাতে সহমত প্রসন করেন। তা অনুমোদনের জন্য রেলের উচ্চ পদস্ত আধিকারিকের সঙ্গে কথা বলবেন বলে অলিপ বাবুকে জানিয়েছেন ডি আর এম। এরপর বিভিন্ন দাবী দাওয়া নিয়ে ওয়েস্ট দিনাজপুর চেম্বার অফ কমার্সের সম্পাদক শঙ্কর কুণ্ডু ও রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশানের অতনু বন্ধু লাহেড়ী সহ একটি প্রতিনিধি দল ডি আর এমের সঙ্গে সাক্ষাৎ করেন। এদিন বেলা ১২ টা নাগাত ডি আর এম উমাশঙ্কর সিং যাদব কালিয়াগঞ্জ রেল ষ্টেশনে আসেন। কালিয়াগঞ্জ বাসীর দীর্ঘদিনের দাবীকে মর্যাদা দিয়ে কালিয়াগঞ্জ রেল ষ্টেশনে ওভার ব্রিজ নির্মাণের জন্য ৮০ লক্ষ টাকা অনুমোদন করার কথা ঘোষণা করেন কাটিহার ডিভিশনের ডি আর এম। উল্লেখ্য কালিয়াগঞ্জে ওভার ব্রিজ না থাকার কারণে মাঝেমধ্যেই দুর্ঘটনার শিকার হন সাধারণ নাগরিক। কালিয়াগঞ্জ রেল ষ্টেশনে ওভার ব্রিজের দাবীতে বিভিন্ন সময় আন্দোলনে সামিল হয়েছেন বিভিন্ন রাজনৈতিক দল, ব্যবসায়ী সমিতি থেকে শুরু করে সাধারণ নাগরিক। তাঁদের দাবীকে রেল দপ্তর মর্যাদা দেওয়ায় খুশি কালিয়াগঞ্জবাসী। এদিন রায়গঞ্জ, কালিয়াগঞ্জ ও রাধিকাপুর রেল ষ্টেশন পরিদর্শন করেন কাটিহার ডিভিশনের ডি আর এম।
জেলার রেল ষ্টেশন গুলি পরিদর্শনে এসে সাংবাদিকদের সামনে তিনি বলেন, ৮০ লক্ষ টাকা ব্যায়ে কালিয়াগঞ্জ ষ্টেশনে ওভার ব্রিজের কাজ আগামী দুমাসের মধ্যেই শুরু হবে। ২৬ শে মে থেকে আগামী ৯ জুন স্বচ্ছ রেল- স্বচ্ছ ভারত প্রোগ্রামের জন্য রেলের যাত্রীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির স্বার্থে বিশেষ অভিযানে তাঁরা সাধারণ রেলযাত্রীদের সঙ্গে কথা বলার পাশাপাশি যাত্রীদের সমস্যার প্রতি নজর দেবেন। কালিয়াগঞ্জ রেল ষ্টেশনের দুই নম্বর প্লাটফর্মের পাশে যে বিশাল রেলের জমি পরে রয়েছে সেই জমিতে সাধারণ যাত্রীদের সুবিধার জন্য গাড়ি রাখার ব্যবস্থা সহ ষ্টেশনের সৌন্দর্য বৃদ্ধি করা হবে।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট