IPC- 498 A আইন নিয়ে মহিলারা অপব্যবহার করছেন


শনিবার,৩০/০৫/২০১৫
511

খবরইন্ডিয়াঅনলাইনঃ    ভারতীয় দণ্ডবিধির ৪৯৮ এ ধারায় নারীনির্যাতনের মামলায় বেশীরভাগ ক্ষেত্রে আইন মেয়েদের পক্ষেই থাকে। এবার এই ব্যাপারেই সমস্ত রাজ্যের বিচার ব্যবস্থাকে সতর্ক করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। সুপ্রিম কোর্টের এই নির্দেশিকা সমস্ত রাজ্যের কাছেই পাঠানো হয়েছে। এই নির্দেশিকায় বলা হয়েছে, মহিলারা অনেকসময়ই এই কঠোর বিধান তাঁদের অস্ত্র হিসেবে ব্যবহার না করে ঢাল হিসেবে ব্যবহার করে। এবং এব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়ার আগে সমস্ত রাজ্যের পুলিশদের বিষয়টি বিবেচনার নির্দেশ করে দেখার নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে। এক আধিকারিক জানিয়েছেন, তাঁরা যেসমস্ত রিপোর্ট পেয়েছেন তাতে দেখা গিয়েছে অনেক ক্ষেত্রেই বৈবাহিক সমন্বয় না হওয়ায় আইনের অপব্যবহার করেছেন মহিলারা। সাধারণ মানুষের যাতে অকারণ হয়রানি না হয়, তাই পুলিশেরও উচিত বিষয়টি সংবেদনশীল হয়ে বিবেচনা করা। প্রসঙ্গত, ৪৯৮এ ধারার সর্বাধিক শাস্তি জরিমানা সহ ৩ বছর পর্যন্ত জেল। মূলত আইনের অপব্যবহার ঠেকাতেই এই নয়া নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট