খবরইন্ডিয়াঅনলাইনঃ নাবালিকাকে ধর্ষণ ও খুনের দায়ে দোষী সাব্যস্ত শিবাজি শঙ্কর আলহাটের প্রাণক্ষিক্ষার আবেদন খারিজ করলেন রাষ্ট্রপতি। ১৩ বছরের এক নাবালিকাকে ধর্ষণ করে তাকে কুপিয়ে খুনের অভিযোগ ওঠে পুনের বাসিন্দা স্কুল শিক্ষক আলহাটের বিরুদ্ধে। পুনে আদালতের বিচারপতি এল এস পাভসে অভিযুক্তকে মৃত্যুদণ্ডের সাজা শোনান। ২০১২-র ১৪ জানুয়ারি প্রলোভন দেখিয়ে নাবালিকাকে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করে শিবাজি। ধর্ষণের পর গলায় ফাঁস দিয়ে শ্বাসরোধ করে খুন করা হয় নাবালিকাকে। শুধু তাই নয়, মৃত্যু নিশ্চিত করতে নাবালিকাকে ২১ বার কুপিয়েছিল আলহাট। খুনের পর টানা ২ দিন গা ঢাকা দিয়েছিল আলহাট। ঘটনার পরেরদিন ওই নাবালিকার দেহ দেখতে পান এলাকার মানুষ। এরপরই নাবালিকার মায়ের অভিযোগের ভিত্তিতে আখক্ষেত থেকে পুলিশ গ্রেপ্তার করে অভিযুক্তকে।