খবরইন্ডিয়াঅনলাইনঃ কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদী সংগঠন হুরিয়তের বিভিন্ন সভা সমাবেশে পাকিস্তানি পতাকা ভবিষ্যতেও দেখা যাবে দাবি কট্টরপন্থী নেতা সৈয়দ আলি শাহ গিলানির। গত ১৫ এপ্রিল গিলানি দিল্লি থেকে ফিরে আসার পর গুলানিকে পাক পতাকা হাতে নিয়ে স্বাগত জানিয়েছিল হুরিয়ত সমর্থকরা। এরপরই বিচ্ছিন্নতাবাদী নেতা মাসরত আলমকে জনশৃঙ্খলা আইনের ধারায় গ্রেফতার করা হয়। তারপরেও নিজের বাসভবনে একটি অনুষ্ঠানে গিলানি বলেছেন, এর আগেও বিভিন্ন সভাসমাবেশে পাকিস্তানি পতাকা দেখা গিয়েছে। ভবিষ্যতেও তা দেখা যাবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি।
ভবিষ্যতে কাশ্মীরে পাকিস্তানের পতাকা দেখা যাবে
সোমবার,০১/০৬/২০১৫
210
Loading...
https://www.banglaexpress.in/ Ocean code: