খবরইন্ডিয়াঅনলাইনঃ আজ সন্ধে ৬টা ৬ মিনিটে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর ।নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন বিজয়াদেবী। মঙ্গলবার সন্ধ্যা ৬টা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৮ বছর। ১৯৪৯ সালে সত্যজিত্ রায়ের সঙ্গে বিয়ে হয় বিজয়াদেবীর। সত্যজিতের সঙ্গে বিয়ে হওয়ার আগে থেকেই অভিনয় ও সঙ্গীতে পারদর্শী ছিলেন তিনি। ১৯৪৪ সালে ‘শেষ রক্ষা’ ছবিতে অভিনয় বেশ প্রশংসীত হয়। ওই ছবিতে গানও করেছিলেন তিনি। এছাড়াও বিজয়া রায় রচিত আত্মজীবনী ‘আমাদের কথা’-ও বেশ জনপ্রিয়। গত ৩০ মে নিউমোনিয়া এবং শ্বাসকষ্ঠের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। নিউমোনিয়ায় আক্রান্ত বিজয়াদেবীর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে সোমবার বিকেলে। সন্ধ্যায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। ভেন্টিলেশনে রেখেই চিকিত্সা চলছিল তাঁর। হাসপাতাল সূত্রের খবর, মঙ্গলবার সকাল থেকে চিকিত্সায় সাড়া দিচ্ছিলেন না বিজয়াদেবী। বিকেলে শেষ নিঃশ্বাস ত্যাগ করে চিকিৎসকরা জানিয়েছেন, মাল্টি অর্গ্যান ফেলিওর হওয়ার কারণেই মৃত্যু হয়েছে বিজয়াদেবীর। বিজয়াদেবীর মৃত্যুর খবর পেয়েই হাসপাতালে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেখা করেন সত্যজিত্ রায় ও বিজয়া রায়ের একমাত্র পুত্র পরিচালক সন্দীপ রায়ের সঙ্গে।রাতে হাসপাতাল থেকেই বিজয়া রায়ের দেহ শেষকৃত্যের জন্য নিয়ে যাওয়া হয় কেওড়াতলা মহাশ্মশানে।
প্রয়াত বিজয়া রায়
মঙ্গলবার,০২/০৬/২০১৫
442
Loading...
https://www.banglaexpress.in/ Ocean code: