খবরইন্ডিয়াঅনলাইনঃ সাম্প্রদায়িকতার পথে মানুষ ভাগের রাজনীতিতে বিশ্বাস করেন না এবং কখনও সাম্প্রদায়িক কথাও বলেন না বলে জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিল্লিতে মুসলিম নেতাদের একটি প্রতিনিধির সঙ্গে বৈঠকে এই আশ্বাসই দিয়েছেন প্রধানমন্ত্রী। [পাকিস্তানে ফরমান জারি, মোদীকে গ্রেফতার করলেই মিলবে ১০০ কোটি টাকা!] মুসলিম নেতাদের ৩০ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে সামাজিক, অর্থনৈতিক এবং শিক্ষার নানাবিধ বিষয় নিয়ে আলোচনা করেন প্রধানমন্ত্রী। সর্বভারতীয় ইমাম সংগঠনের প্রধান ইমাম উমের আহমেদ ইলিয়াসির নেতৃত্বে এই দলটি তাঁর সঙ্গে দেখা করেন। বিজেপির ‘হিন্দুত্ব’ দৃষ্টিভঙ্গি নিয়ে কিছুটা হলেও অস্বস্তিতে মুসলিম সম্প্রদায়। তবে প্রধানমন্ত্রী মুসলিম নেতাদের আশ্বস্ত করে বলেছেন, “যে রাজনীতি সাম্প্রদায়িকতার পথে মানুষকে বিভক্ত করার কাজ করে, সেই রাজনীতিতে আমি বিশ্বাস করি না। কোনওদিন নিজেও সাম্প্রদায়িক ভাষায় কথা বলব না।” প্রধানমন্ত্রী জানিয়েছেন,সব সমস্যার সমাধানই হল নিয়োগ ও উন্নয়ন। আর সেই কারণে এই দুই লক্ষ্য নিয়েই এগোচ্ছে সরকার। প্রধানমন্ত্রীর মতামতের সঙ্গে একমত হয়েছেন মুসলিম নেতারাও। প্রধানমন্ত্রী অফিস থেকে দেওয়া বিবৃতিতে একথা বলা হয়েছে। প্রতিনিধি দলের সদস্যরা জানিয়েছেন, ভোট ব্যাঙ্কের ভিত্তিতে মানুষ ভাগের রাজনীতিতে তাঁরাও বিশ্বাস করে না। তারাও উন্নয়নের পথেই যেতে চান।
প্রধানমন্ত্রী মোদী বলেছেন, সাম্প্রদায়িকতার হাত ধরে মানুষ ভাগের রাজনীতি বিশ্বাস করি না
বুধবার,০৩/০৬/২০১৫
195
Loading...
https://www.banglaexpress.in/ Ocean code: