বিকাশ সাহাঃ রাজ্য জুড়ে শাসক দলের সন্ত্রাস ও অর্থের বিনিময়ে একদলতন্ত্র কায়েমের প্রচেষ্টার বিরুদ্ধে, সংশোধিত তালিকা প্রকাশ না হওয়া অবধি ডিজিটাল রেশনকার্ড বিলি বন্ধ করার দাবী সহ ১৩৬০ টাকা কুইন্টাল সহায়ক মুল্যে কৃষকদের কাছ থেকে ধান কেনার দাবীতে গোটা রাজ্যের সাথে সাথে উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন ব্লকে অবস্থান বিক্ষোব কর্মসূচী সহ পথ অবরোধে সামিল হলেন কংগ্রেসের নেতা কর্মীরা।
বুধবার রায়গঞ্জের শিলিগুড়ি মোড়ে ১১ টা থেকে বেলা ১২ পর্যন্ত পথ অবরোধ করে বিক্ষোব দেখাল উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস কমিটি। এদিনের পথ অবরোধ কর্মসূচীতে উপস্থিত ছিলেন ব্লক সভাপতি লিয়াকত আলি, পবিত্র চন্দ, রনজ কুমার দাস সহ প্রমুখ। এদিন রায়গঞ্জের পাশাপাশি কালিয়াগঞ্জ, ইটাহার, ইসলামপুর সহ জেলার ৯ টি ব্লকে পথ অবরোধ ও অবস্থান বিক্ষোব কর্মসূচী পালন করেন কংগ্রেসের নেতা কর্মীরা।
উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন ব্লকে অবস্থান বিক্ষোব কর্মসূচী সহ পথ অবরোধে সামিল হলেন কংগ্রেসের নেতা কর্মীরা Inbox x
বুধবার,০৩/০৬/২০১৫
439
Loading...
https://www.banglaexpress.in/ Ocean code: